• তৃণমূল নেতাদের এনকাউন্টার করার হুমকি দিয়েছিলেন, সেই স্বপনই বারাসতে BJP-র প্রার্থী
    এই সময় | ২৫ মার্চ ২০২৪
  • গাইঘাটার ঝাউডাঙা পঞ্চায়েতের আংরাইলে বিজেপির হয়ে প্রচার করছিলেন স্বপন মজুমদার। সেখান থেকেই তিনি হুংকার দিয়েছিলেন, 'যে সমস্ত শাসক দলের নেতারা অবৈধভাবে ফুলে ফেঁপে উঠছে এবং মানুষকে চমকাচ্ছে, পুলিশকে দিয়ে মিথ্যা মামলা দেওয়া করাচ্ছে তাদের বলতে চাই, আগামীদিনে এই পুলিশ দিয়েই তাদের এনকাউন্টার করাব।'পঞ্চায়েত ভোটে এক বিধায়কের কণ্ঠে এই ধরনের মন্তব্যে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছিল। এবার সেই বিধায়ক স্বপন মজুমদারকেই বারাসত থেকে প্রার্থী করল বিজেপি। এই নিয়ে তীব্র কটাক্ষ শোনা গিয়েছে রাজ্যের শাসক দলের নেতাদের কণ্ঠে। তৃণমূলের লোকসভার প্রার্থী বিশ্বজিৎ দাস বলেন, ‘এটাই বিজেপির সংস্কৃতি। ওদের কাছে প্রার্থী নেই। তাই স্বপন মজুমদারকে প্রার্থী করা হয়েছে।’

    তাৎপর্যপূর্ণভাবে ঠিক কী বলেছিলেন স্বপন?

    তিনি পঞ্চায়েতের প্রচারে বলেছিলেন, 'পঞ্চায়েত ভোটে সমস্ত জায়গায় কেন্দ্রীয় বাহিনী থাকবে। কাউকে ভয় পাবেন না। তৃণমূলের গুণ্ডারা ভয় দেখাতে এলে পালটা ভয় দেখাবেন। আগামীতে যখন বিজেপি ক্ষমতায় আসবে সেই সময় এই তৃণমূল নেতারা বাড়িতে ঢুকতে সাহস পাবে না।' পাশাপাশি এনকাউন্টারের কথাও শোনা গিয়েছিল তাঁর মুখে।

    এই ঘটনায় রীতিমতো সরব হয়েছিল রাজ্যের শাসক শিবিরের নেতারা। এবার এই বিধায়কের উপর ভরসা রাখল বিজেপি। উল্লেখ্য, বারাসত বরাবর তৃণমূলের অত্যন্ত শক্ত ঘাঁটি। এই বারও সেখানে কাকলি ঘোষ দস্তিদারকে প্রার্থী করেছে তৃণমূল।

    বারাসত লোকসভা কেন্দ্রের অন্তর্গত ৭টি বিধানসভা রয়েছে। এগুলি হল বারাসত, মধ্যমগ্রাম, অশোকনগর, হাবড়া, মধ্যমগ্রাম, দেগঙ্গা, রাজারহাট নিউটাউন এবং বিধাননগর। ২০১৯ সালের লোকসভা নির্বাচনে এই কেন্দ্রে ৪৬.৪৭ শতাংশ ভোট পেয়েছিল তৃণমূল। বিজেপির ভাগ্যে জুটেছিল ৩৮.৫৭ শতাংশ ভোট।

    ২০১৯ সালেও ফের কাকলি ঘোষ দস্তিদারই জয়ী হয়েছিলেন। তিনি তিনবার এই কেন্দ্র থেকে জয়ী হয়েছিলেন। আগামী ১ জুন সপ্তম দফায় সংশ্লিষ্ট কেন্দ্রে ভোট গ্রহণ হতে চলেছে। এখন দেখার বিজেপি প্রার্থী প্রচার ময়দানে ঠিক কী কামাল করেন!

    এদিকে প্রার্থী হিসেবে নাম ঘোষণার পর স্বপনবাবু বলেন, 'মোদীজিকে ধন্যবাদ। সকলেই আমার উপর ভরসা রেখেছেন। আমি আশা এবং ভরসা রাখার চেষ্টা করব। আগামীদিনে বারাসতবাসীর উন্নয়নের কাজ করব। বাংলায় যে অরাজকতা চলছে তা দূর করা মূল লক্ষ্য থাকবে।' উল্লেখ্য, পঞ্চম প্রার্থী তালিকায় এখনও পর্যন্ত চার কেন্দ্রের প্রার্থীর নাম ঘোষণা করেনি বিজেপি। এই কেন্দ্রগুলি থেকে কাদের প্রার্থী করা হবে? সেই দিকেই সব নজর।
  • Link to this news (এই সময়)