Chandrayaan-3: এবার রুপোলি পর্দায় চন্দ্রযান-৩! মূল চরিত্রে অমিতাভ-দীপিকা? বিজ্ঞানীদের মনের ইচ্ছা কী?
এই সময় | ২৫ মার্চ ২০২৪
২৩ অগাস্ট সন্ধ্যায় ভারতকে গর্বিত করে চাঁদের মাটিতে সফল ভাবে অবতরণ করে চন্দ্রযান-৩। ইসরোর জন্যই ভারত প্রথম দেশ হিসেবে চাঁদের দক্ষিণ মেরুতে পৌঁছনোর প্রথম রেকর্ড অর্জন করে বিশ্বের মধ্যে।সাফল্য আসতে না আসতেই সোশ্য়াল মিডিয়ায় নানা ধরনের মিম চোখে পড়েছিল। তার মধ্যে অন্যতম হল চন্দ্রযান-৩-র সাফল্য নিয়ে সিনেমা। কোন তারকাকে দেখা যাবে সেটা নিয়েও ফিসফাস চলে। এবার সেই অসাধ্য সাধনকে সত্যি সত্যি পর্দায় তুলে ধরা হোক চাইছেন ইসরোর বিজ্ঞানীরাই। সম্প্রতি সর্বভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির একটি অনুষ্ঠানে আড্ডার ছলে ইসরোর বিজ্ঞানী তথা চন্দ্রযান-৩ মিশনে গুরুত্বপূর্ণ ভূমিকা যাঁরা নিয়েছিলেন তাঁদের সঙ্গে কথাবার্তা হয়। হাসি-মজায় চলে উভয়পক্ষের কথোপকথন। কথার মাঝে এক ফাঁকে বিজ্ঞানীরা চন্দ্রযান-৩-এর সাফল্য নিয়ে সিনেমা তৈরি হোক বলে ইচ্ছা প্রকাশ করেন। এমন কী সেই সিনেমায় তাঁরা কোন তারকাকে মূল চরিত্রে দেখতে চাইছেন সেই ইচ্ছাও প্রকাশ করেন।
ঠিক কী বললেন বিজ্ঞানীরা?
যদি চন্দ্রযান-৩ নিয়ে সিনেমা হয় তবে সেই সিনেমায় কাকে দেখতে চাইবেন? এ প্রশ্নের উত্তরে হাসতে হাসতে আদিত্য এল-১ মিশনের প্রজেক্ট ডিরেক্টর তথা চন্দ্রযান-৩ মিশনের অন্যতম তত্ত্বাবধানকারী বিজ্ঞানী নিগর শাজি জানান, তিনি ছবিতে দীপিকা পাডুকোনকে দেখতে চান।
অপর এক মহিলা বিজ্ঞানী অবশ্য নির্দিষ্ট ভাবে কারও কথা উল্লেখ না করে ইচ্ছাপ্রকাশ করেন, এই ছবি যেন সবদিক থেকে দারুণ হয়। যেন বিশেষ যত্ন নেওয়া হয় ছবির পরিচালনার দিকে। অন্যদিকে অপর এক বিজ্ঞানীর ইচ্ছা এই ছবিতে অভিনয় করুন অভিতাভ বচ্চন।
আমেরিকা, রাশিয়া এবং চিনের পর ভারত চতুর্থ দেশ যে চাঁদে পৌঁছল, তবে চাঁদের দক্ষিণ মেরুতে ভারতই প্রথম। ২৩ অগাস্ট এই কৃতিত্ব অর্জন করে ভারত। আর এক্ষেত্রে ফার্স্ট বয়ের গল্প সেলুলয়েডের পর্দায় না তুলে ধরলে হয় নাকি? উল্লেখ্য, ২০১৯ সালে একই লক্ষ্য নিয়ে চন্দ্রযান ২ পাঠানো হয়। কিন্তু লক্ষ্যের খুব কাছে গিয়েও সেটা ব্যর্থ হয়। এবার আর কোনও ভুল ত্রুটির অবকাশ রাখেননি বৈজ্ঞানিকরা। হিসেব নিকেষ মতো সঠিক ভাবেই চন্দ্রপৃষ্ঠে অবতরণ করেছেন চন্দ্রযান ৩। এখন দেখার চন্দ্রযান-৩ নিয়ে কবে ছবি হয়। আর সেই সিনেমায় বিজ্ঞানীদের পছন্দ মতো তারকাদের দেখা মেলে কিনা তা দেখতে তো অপেক্ষা করতেই হবে ছবি রিলিজ পর্যন্ত।