Varun Gandhi: গান্ধী পরিবারের বিরুদ্ধে স্পিকটি নট! বিজেপিতে বেসুরো গেয়েই কী পিলভিট হাতছাড়া বরুণের?
এই সময় | ২৫ মার্চ ২০২৪
রবি সন্ধ্যায় পঞ্চম দফার প্রার্থী তালিকা প্রকাশ করেছে বিজেপি। সেই তালিকায় পছন্দের পিলভিট কেন্দ্র থেকে প্রার্থী করা হয়নি বিজেপির 'গান্ধী' সদস্যকে। তবে মা মেনকা গান্ধী অবশ্য ফের সুলতানপুর থেকে টিকিট পেয়েছেন। ২০২৪ সালে তবে কি নির্দল প্রার্থী হয়েই দাঁড়াবেন বরুণ? দিন কয়েক আগেই তিনি জানান, বিজেপি ঠিক দিলে ভালো না হলে নির্দল হয়েই লোকসভায় প্রতিদ্বন্দ্বিতা করবেন তিনি। যোগীরাজ্যে পিলভিট থেকে বরুণকে সরিয়ে বিজেপি প্রার্থী করেছে জীতিন প্রসাদকে।কে এই জীতিন প্রসাদ?
জীতিন প্রাক্তন কংগ্রেস নেতাই শুধু নন এককাল রাহুল গান্ধীর ঘনিষ্ঠ বলেই পরিচিত ছিলেন। ২০২১ সালে লখিমপুর খেরিতে কৃষক হত্যার ঘটনায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে রং বদলে যোগ দেন বিজেপিতে। দল পরিবর্তনের ফল তিনি অবশ্য যুক্তি দিয়েছিলেন কংগ্রেস তাঁকে উপেক্ষা করেছিল বলেই তিনি বাধ্য হয়েছে নদল ছাড়তে। ২৪-এর লোকসভা নির্বাচনে তাঁর উপর ভরসা রাখলেন বিজেপির শীর্ষ নেতৃত্ব। ছেলে ব্রাত্য হলেও মায়ের উপর ভরসা রেখেছে দল। আবারও প্রার্থী করা হয়েছে বরুণের মা মেনকা গান্ধীকে। সুলতানপুর আসনে ফের তাঁকে টিকিট দিয়েছে মোদী-শাহের দল।
দিন কয়েক ধরেই জল্পনা চলছিল বরুণ এবার বাদ পড়তে চলেছেন। সেই জল্পনাই সত্য়ি হল। বিজেপির সাংসদ হওয়া সত্ত্বেও তিনি একাধিকবার বেসুরো গেয়েছেন। দলের বিরুদ্ধে একাধিকবার মুখ খুলেছেন কৃষক আন্দোলন ইস্যুতে। গত বছরই তিনি উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে কটাক্ষ করে বলেছিলেন, 'কখনও কোনও সাধুকে ডিসটার্ব করবেন না। কে জানে কখন মহারাজজি মুখ্যমন্ত্রী হয়ে যান।' ২০২৩ সালে সেপ্টেম্বর মাসে আমেঠিক গান্ধী হাসপাতালের লাইসেন্স বাতিল করে দেওয়ার পরও তিনি উত্তর প্রদেশ সরকারের কড়া সমালোচনা করেছিলেন। উল্লেখ্য, বরুণ কংগ্রেসের বিরুদ্ধে মুখ খুললেও গান্ধী পরিবারের বিরুদ্ধে কখনও মুখ খোলেননি। শোনা যায় তাঁর বিজেপি যোগের অন্যতম শর্ত ছিল পরিবারের বিরুদ্ধে সমালোচনা না করা। আর এসবের জেরে বরুণের উপর খুব একটা সন্তুষ্ট ছিল না বিজেপি। ২০২১ সালে উত্তর প্রদেশের লখিমপুর খেরির ঘটনায় নিন্দার জন্য তাঁকে বিজেপির জাতীয় এগজেকিউটিভ শাখা থেকে বের করে দেওয়া হয়। তাই জল্পনা আগে থেকেই ছিল যে এবার বরুণকে ছেঁটে ফেলতে পারে দল। দল বিরোধিতায় 'শাস্তির' মুখে পড়তে পারেন তিনি। হলও তাই। এখন নজরে পিলভিট কেন্দ্র থেকে বরুণ নির্দল প্রার্থী হিসেবে লড়াই করেন কিনা।
অন্য়দিকে আবার রাজনৈতিক মহলে কান পাতলে গুঞ্জন বরুণ গান্ধীকে প্রার্থী করতে পারে সমাজবাদী পার্টি । বরুণকে প্রার্থী করার প্রশ্নে, অখিলেশ যাদবও কয়েকদিন আগে বলেছিলেন যে তিনি যদি আসতে চান তবে তাকে স্বাগত জানাই। তবে এবার পিলভিটে লড়াইয়ের পথ যে মসৃণ হবে না তা বোধহয় আগেই বুঝে গিয়েছিলেন বরুণ। তাই হয়তো তিনি আগেভাগেই ঘোষণা করেছিলেন দল টিকিট না দিলে নির্দল প্রার্থী হয়েই লড়বেন।