• কংগ্রেস-তৃণমূল ঘুরে পদ্ম শিবিরে, সেই কার্তিকই বিজেপির রায়গঞ্জের প্রার্থী
    এই সময় | ২৫ মার্চ ২০২৪
  • রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে কার্তিকচন্দ্র পালকে প্রার্থী করেছে বিজেপি। পেশায় ব্যবসায়ী কার্তিকচন্দ্র পাল ২০১৫ সালে কালিয়াগঞ্জ পুরসভার ভোটে কংগ্রেসের টিকিটে জিতে ভাইস চেয়ারম্যান হন। পরে কংগ্রেসের সংখ্যাগরিষ্ঠ কাউন্সিলরদের নিয়ে তৃণমূলে যোগ দেন তিনি। ফলে, পুরসভা তৃণমূলের দখলে যায়। এমনকী কালিয়াগঞ্জ পুরসভার পুরপতিও হন তিনি। তবে ২০২০ সালের ডিসেম্বর মাসে শুভেন্দু অধিকারীর সঙ্গে একই মঞ্চে বিজেপিতে যোগ দেন কার্তিক। পরের বছর কালিয়াগঞ্জ পুরসভা ভোটে কার্তিকের নেতৃত্বে লড়ে সাতটি ওয়ার্ড দখল করে বিজেপি। কার্তিককে উত্তর দিনাজপুর জেলা সাধারণ সম্পাদক পদেও বসায় গেরুয়া শিবির। আর এবার লোকসভা নির্বাচনে তিনি বিজেপির প্রার্থী হয়ে লড়াই করবেন।প্রার্থী হয়ে কার্তিকচন্দ্র পাল বলেন, 'প্রার্থী হিসেবে ঘোষণা করায় সবার কাছেই কৃতজ্ঞতা জানাচ্ছি। রায়গঞ্জের মানুষের কাছে আমার অনুরোধ থাকবে, আমি আপনাদেরই ঘরের ছেলে, সবাই আমায় আশীর্বাদ করুন। জানি এখানে ত্রিমুখী লড়াই। তবে মূল লড়াই আমাদের কংগ্রেসের সঙ্গে হবে। আমরা জয়ী হব সেটা যেমন নিশ্চিত। আমি সাড়ে ৪ বছর কালিয়াগঞ্জ পুরসভার চেয়ারম্যান ছিলাম, আপনারা বিচার করবেন কতটা কী করতে পেরেছি। কার্তিকের কথায়, 'এখানে তৃণমূল বলে কিছু নেই। প্রধান প্রতিপক্ষ কংগ্রেসই হবে। তৃণমূলের যাঁরা আছেন, সবাই আমার সঙ্গে যোগাযোগ রাখেন, আমায় ভালোবাসেন। তাঁদের দেহটা সেখানে থাকলেও, আমার প্রতি সফট কর্নার আছে।'

    প্রসঙ্গত, এর আগে কংগ্রেস প্রার্থী আলি ইমরান রামজের মুখেও একই ধরনের কথা শোনা যায়। তিনিও বলেছিলেন তৃণমূল নয়, প্রধান লড়াই হবে বিজেপির সঙ্গে। ইমরান জানান, প্রিয়রঞ্জন দাশমুন্সির তৈরি করা মাটিতে যেভাবে সাধারণ মানুষের সমর্থন পাচ্ছেন, তাতে জেতার বিষয়ে যথেষ্টই আশাবাদী তিনি। রামজ কটাক্ষ করে বলেন, 'তৃণমূল ও বিজেপির প্রার্থী একজনই। তৃণমূল ও বিজেপির যে গোপন আঁতাত রয়েছে তা সাধারণ মানুষ বুঝতে পারছে। আর তার ফল ভোট বাক্সেও প্রতিফলিত হবে বলে মন করেন তিনি। তাই তৃণমূল নয় বিজেপির মূল লড়াই কংগ্রেসের সঙ্গেই হবে বলে দাবি করেন আলি ইমরান।

    একইসঙ্গে সেই সময় ইমরান জানান, নির্বাচনে জিতলে জেলার উন্নয়নের স্বার্থে কাজ করবেন তিনি। তারমধ্যেও রায়গঞ্জ-বারসই সড়ক পথ এবং দূরপাল্লার রেল যোগাযোগের ওপরে গুরুত্ব দেবেন তিনি। সেক্ষেত্রে রায়গঞ্জের এবারের লড়াই যে জমে উঠতে চলেছে তা আর বলার অপেক্ষা রাখে না।
  • Link to this news (এই সময়)