• পথশিশুদের দোল, আনন্দে মাতল পথচলতি মানুষ
    আজকাল | ২৫ মার্চ ২০২৪
  • তীর্থঙ্কর দাস: মাথার উপরে ছাদ নেই ওদের, না আছে পাকা দেওয়াল। ৩৬৫ দিনই পথের ধারে ফুটপাতে জীবন কাটে তাদের। তবু ওরা প্রত্যেকে নিজেদের মত করে দোলের আনন্দ উপভোগ করে নেয়। আজকাল ডট ইন-এ আমরা দেখিয়েছিলাম মিত্রবিন্দার পথের ধারে তৈরি পাঠশালার গল্প। রবিবার সেই পথশিশুদের পাঠশালার প্রত্যেককে নিয়ে মিত্রবিন্দা এবং তার সংস্থা রামধনুর প্রত্যেকে দোল উৎসবে মেতে উঠল। দক্ষিণ কলকাতার রাস্তায় পথশিশুরা আবিরের রঙে রাঙিয়ে তুলল একে অপরকে। সেই দোল যাত্রা দেখতে ভিড় জমিয়েছিল পথচলতি মানুষ। কেউ কেউ রঙের উৎসবে পথশিশুদের সঙ্গে নিজেদের কিছুটা সময় ভাগ করে নেন। মিত্রবিন্দা ১৮ বছর বয়স হওয়া পর্যন্ত তার পাঠশালায় পথ শিশুদের থাকা-খাওয়া এবং শিক্ষার দায়িত্বভার নিয়েছে।
  • Link to this news (আজকাল)