• 'লাকি' আসন বদলে ক্ষতি? সপাট জবাব পার্টির 'অনুগত সৈনিক' দিলীপের
    এই সময় | ২৫ মার্চ ২০২৪
  • হেভিওয়েট প্রার্থীর কেন্দ্র বদল করা হয়েছে। মেদিনীপুর থেকে দিলীপ ঘোষকে সোজা পাঠানো হয়েছে বর্ধমান দুর্গাপুর আসনে। আসন বদল হওয়ায় দিলীপ কি ক্ষুন্ন হয়েছেন? দিলীপ ঘোষের সোজাসাপটা জবাব, ‘যেখানেই দাঁড়াব, সেখানেই জিতব।’জল্পনা ছিল শুরু থেকেই। মেদিনীপুর কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী জুন মালিয়ার বিরুদ্ধে কোনও মহিলা মুখকেই প্রার্থী করা হবে, এরকমটাই জল্পনা ছিল। সেই জল্পনা সত্যি করে দিলীপকে পাঠানো হল দুর্গাপুরে। তবে দিলীপ বললেন, ‘যেখানে আমি লড়ব, সেটাই আমার কেন্দ্র। সেখানেই আমি জিতব। পার্টি সেই কারণেই আমাকে ওখানে পাঠিয়েছে।’

    রাজ্যের গ্রামে গঞ্জে পার্টির সংগঠনকে নিয়ে গিয়েছেন তিনিই, এমনটাই দাবি দিলীপের। তবে তাঁর দাবি, ‘এখন বাংলার যে কোনও আসনে আমরা জিততে পারি। সেই পরিস্থিতি তৈরি হয়ে গিয়েছে। আমরা সকলে নরেন্দ্র মোদীকে প্রধানমন্ত্রী করার জন্যেই লড়ছি, সেই কারণে সব জায়গাতেই আমাদের লড়তে হবে।’ আসন বদল হলেও দিলীপ শিরোধার্য করছেন দলের সিদ্ধান্তকেই। তিনি বলেন, ‘এর আগে পার্টি যেখানে লড়তে বলেছে, সেখানেই লড়েছি। এখনও যেখানে লড়তে বলল, সেখানেই লড়ব।’ দলের সিদ্ধান্তের উপরে যে তিনি কোনওভাবেই যাবেন না, সেই ব্যাপারে স্পষ্ট করে দেন দিলীপ।

    ‘দিলীপদা মানসিক চাপে আছেন’ কটাক্ষ জুন মালিয়ার

    ২০১৯ সালে মেদিনীপুর কেন্দ্র থেকে লোকসভা নির্বাচনে লড়েছিলেন, জিতেওছিলেন। সেই কেন্দ্রের প্রতিটি বুথে বুথে গিয়ে সংগঠন তৈরি করেছেন তিনি। এই কেন্দ্র থেকেই তাঁকে প্রার্থী করা হোক, সেরকমটাই প্রাথমিকভাবে চেয়েছিলেন দিলীপ। নিজের ঘনিষ্ঠ মহলে সে কথা জানিয়েও ছিলেন। তবে শেষ পর্যন্ত তাঁকে মেদিনীপুর থেকে দুর্গাপুর পাঠানো হয়। দিলীপ জানান, আজই তিনি দুর্গাপুর যাচ্ছেন। প্রচারের কাজ শুরু করে দেবেন শীঘ্রই।

    মেদিনীপুর কেন্দ্র থেকে এবার তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছেন বিধায়ক পদে থাকা জুন মালিয়া। তাঁর বিরুদ্ধে মহিলা মুখ হিসেবে অগ্নিমিত্রা পালকে প্রার্থী করা হয়েছে। গতবারের লোকসভা নির্বাচনে এই কেন্দ্রে প্রায় এক লাখের কাছাকাছি ব্যাবধানে জিতেছিলেন দিলীপ। গত বিধানসভা নির্বাচনে যদিও জনসমর্থন নিজের দিকে আনতে সক্ষম হয়েছে তৃণমূল কংগ্রেস। খড়গপুর কেন্দ্র বাদ দিয়ে এই লোকসভার ছয়টি কেন্দ্রে তৃণমূল কংগ্রেস জয়লাভ করে।
  • Link to this news (এই সময়)