হিমাচল প্রদেশের মাণ্ডি আসন থেকে BJP-র বাজি অভিনেত্রী কঙ্গনা রানাউত। তাঁর জন্মস্থান থেকে তাঁকে টিকিট দেওয়ায় দলকে ধন্যবাদও জানিয়েছেন অভিনেত্রী। কিন্তু, মাণ্ডি আসন কি না পসন্দ কঙ্গনার? একটি ভাইরাল পোস্ট ঘিরে শুরু হয়েছে বিতর্ক।লোকসভার প্রার্থী হিসেবে নাম ঘোষণা হওয়ার পর থেকেই খবরের শিরোনামে উঠে এসেছেন বলিউডের ক্যুইন। সোশ্যাল মিডিয়ায় করা তাঁর একটি পোস্ট ভাইরাল হয়ে গিয়েছে মুহূর্তে। যেখানে অভিনেত্রী জানিয়েছেন, তিনি মাণ্ডি লোকসভা কেন্দ্র থেকে ভোটে লড়তে মোটেই আগ্রহী নন।
কেন মাণ্ডি না পসন্দ কঙ্গনার?অভিনেত্রী কঙ্গনার জন্মস্থান মাণ্ডি। কর্মসূত্রে তিনি মুম্বইয়ের বাসিন্দা হলেও হিমাচলের ওই অংশ তাঁর হাতের তালুর মতোই চেনা। ফলে কঙ্গনাকে মাণ্ডি থেকেই টিকিট দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে গেরুয়া হাইকমান্ড। কিন্তু, মাণ্ডি থেকে দাঁড়াতে অনীহা কেন? নিজেই অবশ্য সে কথা রিভিল করেছেন ক্যুইন। কঙ্গনা লিখেছিলেন, 'মাণ্ডি এলাকায় না রয়েছে দারিদ্রতা না হয় কোনও ক্রাইম।' অর্থাৎ শান্তিপ্রিয় কেন্দ্রে লড়তে ইচ্ছুক নন তিনি।
উল্লেখ্য, কঙ্গনা রানাউত এই পোস্টটি করেছিলেন গত ২০২১ সালে। বরাবরই তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর গুণমুগ্ধ হিসেবে পরিচিত। তিনি জানিয়েছিলেন, যদি কখনও তিনি রাজনীতিতে পা রাখেন তবে এমন কোনও আসন থেকে ভোটে লড়বেন যেখানে জটিলতা রয়েছে।
কঙ্গনা ফাঁস করেন, এর আগেই তাঁকে লোকসভার জন্য টিকিট অফার করা হয়েছিল। তিনি বলেন, '২০১৯ লোকসভা নির্বাচনের আগে আমায় গোয়ালিয়র আসন থেকে ভোটে লড়ার প্রস্তাব দেওয়া হয়েছিল। হিমাচল প্রদেশের জনসংখ্যা সর্বসাকুল্যে ৬০/৭০ লাখ হবে। এখানে কোনও দারিদ্রতা নেই। কোনও ক্রাইম হয় মা। আমি যদি রাজনীতিতে নামি তবে এমন কোনও আসন থেকে ভোটে লড়ব যেখানে অনেক জটিলতা রয়েছে। যাতে কাজ করে আমি সেই জটিলতা দূর করতে পারি এবং নিজের কেন্দ্রে ক্যুইন হয়ে উঠতে পারি। ঠিক যেমনভাবে আমি নিজের পেশায় সফল হয়েছি। ছোট ছোট মানুষ কখনও উচ্চাকাঙ্খার কথা আন্দাজ করতে পারবে না।' ২০২১ সালের ১৭ মার্চ কঙ্গনার এই এক্স হ্যান্ডেল পোস্ট এবার হু হু করে ভাইরাল হচ্ছে।
যদিও ২০২২ সাল নাগাদ কঙ্গনা রানাউত সংবাদমাধ্যমে বলেন, তিনি মাণ্ডি থেকে ভোটে লড়তে ইচ্ছুক। যদি দল এবং সেখানকার মানুষ তাঁকে চায় তবে তিনি প্রস্তুত। কঙ্গনাকে এও বলতে শোনা যায়, 'প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একজন মহাপুরুষ। হতে পারে রাজনীতির ময়দানে রাহুল গান্ধী তাঁর প্রতিদ্বন্দ্বী। তবে তিনি নিজেও জানেন, নরেন্দ্র মোদীর কোনও বিকল্প হতে পারে না। তিনি অদ্বিতীয়।'
যদিও মাণ্ডির লোকসভা প্রার্থী হিসেবে নাম ঘোষণার পর ২০২১ সালের মন্তব্য থেকে ১৮০ ডিগ্রি সরে এসেছেন তিনি। সোমবার সকলকে হোলির শুভেচ্ছা জানিয়ে কঙ্গনা রানাউত বলেন, 'এটা আমার জন্মভূমি। আমার ফের ডেকে পাঠিয়েছে মাণ্ডি। আমি সৌভাগ্যবতী। আমায় বেছে নিলে আমি ওদের সেবায় নিজেকে সঁপে দেব। আমি উচ্ছ্বসিত। আমার পরিবারের কাছে এই দিনটি খুব আবেগঘন। BJP সভাপতি জেপি নাড্ডার কাছে আমি চির কৃতজ্ঞ থাকব।'
কী ভাবে প্রচার সারবেন তিনি?জবাবে কঙ্গনা বলেন, 'একে অপরের সঙ্গে সহযোগিতা করে চলাই BJP-র সংস্কৃতি। সেই পথেই বিশ্বাস রাখি আমি। এই পথে হেঁটে আমিও সফল হব। বড় ব্যবধানে জয় আসবে। বড়মাপের প্রচার পর্ব হবে এখানে।'
কঙ্গনাকে নিয়ে আশাবাদী হিমাচল প্রদেশের বিরোধী দলনেতা জয়রাম ঠাকুর। তিনি বলেন, 'হতে পারে রাজনীতির ময়দানে কঙ্গনা নতুন। তবে আমি দেখেছি, ও যাই করুক না কেন হিমাচলকে সর্বদা গর্বিত করেছে। ওঁর একটা বোল্ড অবতার রয়েছে। হিন্দুত্ববাদী ইমেজও স্পষ্ট। আমি আশাবাদী কঙ্গনা রাজনীতিতে সঠিক পথেই এগিয়ে যাবে। ফ্যান্টাসটিক কাজ করবে ও। আমি জানি ও বিরাট ব্যবধানে জয় ছিনিয়ে আনতে সক্ষম হবে।'