• JNU Election Result : ঐশীর ব্যাটন অভিজিতের হাতে! জেএনইউ-তে দলিত সভাপতি ধনঞ্জয়, চিনুন এই বাম ছাত্রনেতাদের
    এই সময় | ২৫ মার্চ ২০২৪
  • তিন দশক পর একজন দলিত ছাত্রনেতাকে ছাত্র সংসদের সভাপতি হিসেবে বেছে নিল জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা। JNUSU নির্বাচনে সেন্ট্রাল প্যানেলের চারটি আসনেই ক্লিন স্যুইপ করেছে বাম জোটের প্রার্থীরা। পরাজিত ABVP।কে এই ধনঞ্জয়?চার বছর পর জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদের নির্বাচন অনুষ্ঠিত হল। অল ইন্ডিয়া স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের (AISA) ছাত্রনেতা ধনঞ্জয় প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন। তাঁর প্রাপ্ত ভোট ২ হাজার ৫৯৮। ধনঞ্জয়ের কাছে পরাজিত অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের (ABVP) উমেশচন্দ্র সি আজমীরা। তাঁর প্রাপ্ত ভোট ১ হাজার ৬৭৬।

    বিহারের গয়া এলাকার একটি নিম্ন মধ্যবিত্ত দলিত পরিবারের ছেলে ধনঞ্জয়। বিগত তিন দশকের মধ্যে অর্থাৎ ১৯৯৬-৯৭ সালের পর থেকে এই প্রথম জেএনইউ পেল এক দলিত সভাপতিকে। ১৯৯৬-৯৭ সালে দলিত প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছিলেন বাট্টিলাল বৈরওয়া। তাঁরই উত্তরসূরী এই ধনঞ্জয়।

    প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হওয়ার পর ধনঞ্জয় বলেন, 'হিংসা এবং ঘৃণার রাজনীতি JNU পছন্দ করে না। ছাত্ররা তা আবারও প্রমাণ করে দিয়েছে। সকলে আবারও আমাদের উপর ভরসা রেখেছে। আমরা তাঁদের ন্যয্য অধিকারের জন্য লড়াই করব।' ক্যাম্পাসে মহিলাদের অধিকার, ফান্ডের অর্থ না দেওয়া, স্কলারশিপ বৃদ্ধি করা, পরিকাঠামোর উন্নয়ন, জলের সমস্যা মেটানোর মতো বিষয়গুলি তাঁর অ্যাজেন্ডায় রয়েছে বলে জানান ধনঞ্জয়।

    বামদুর্গ অটুটহোলির প্রাক্কালে জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে রবিবার রাতেই উড়ল লাল আবির। 'জয় ভীম' আর 'লাল সালাম' স্লোগানিংয়ের মাধ্যমে বিরাট জয় উদযাপন করল বাম জোট। রবিবার টানটান উত্তেজনা তৈরি হয় ছাত্র সংসদের নির্বাচনের ভোটগণনা নিয়ে। রবিবার দুপুর থেকে হাড্ডাহাড্ডি লড়াই চলছিল বাম এবং গেরুয়া প্রার্থীদের মধ্যে। ছাত্র সংসদ নির্বাচনের ব্যালট বাক্স খুলতে প্রথমে কিছুটা পরিবর্তনের ইঙ্গিত মিলছিল। প্রাথমিক ট্রেন্ডে অনেকটাই এগিয়ে ছিলেন ABVP-র প্রার্থীরা। কিন্তু, খেলা ঘুরে যায় রাতে। কাউন্টিং শেষে দেখা যায় লালদুর্গ অটুট। ABVP-র প্রার্থীদের পিছনে ফেলে জয় ছিনিয়ে নেয় বাম জোট। রাত ১১টার পর ঘোষণা করা হয় আনুষ্ঠানিক ফল। সেন্ট্রাল প্যানেলের চার আসনেই জয়ী ঘোষণা করা হয় বাম জোটের প্রার্থীরা। প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, জেনারেল সেক্রেটারি এবং জয়েন্ট সেক্রেটারি পদে ABVP প্রার্থীদের পারজিত করে জয়ী হয় যথাক্রমে ধনঞ্জয়, অভিজিৎ ঘোষ, প্রিয়ংশী আর্য এবং মহম্মদ সাজিদ।

    জেএনইউ-তে বাংলার ছেলে অভিজিৎদিল্লির এই বিশ্ববিদ্যালয়ে গত ছাত্র সংসদ নির্বাচনে সভাপতি পদে নির্বাচিত হয়েছিলেন বাংলার মেয়ে ঐশী ঘোষ। এবার সহ-সভাপতি পদে শিলিগুড়ির ছেলে অভিজিৎ ঘোষ। ২০২০ সালে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন থেকে পাশ করে তিনি ভর্তি হন জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে। মাস্টার ডিগ্রি শেষ করে এখন তিনি জেএনইউ-এর পিএইচডি দ্বিতীয় বর্ষের গবেষক। ঐশীর ব্যাটন এবার বাংলার ছেলে অভিজিতের হাতে।
  • Link to this news (এই সময়)