Arvind Kejriwal: জেলে কাগজ-কম্পিউটার নেই, কী ভাবে সরকার পরিচালনায় চিরকুটে নির্দেশ? সন্দেহ হতেই তদন্তে ED
এই সময় | ২৫ মার্চ ২০২৪
দিল্লি আবগারি দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেফতার হয়ে আপাতত জেলবন্দি দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। জেলে বসেই সরকার চালাচ্ছেন অরবিন্দ কেজরীবাল। ইডি হেজাফতে থেকেই তিনি সরকার পরিচালনের নির্দেশ দেন। সূত্রের খবর, জেল থেকে বসেই তিনি একটি নোট পাঠিয়েছেন। দিল্লির জল দফতরের জন্য নোটিশ পাঠিয়েছেন। দিল্লির মন্ত্রী অতিশি কেজরিওয়ালের পাঠানো ওই চিরকুট নিয়ে সাংবাদিক বৈঠকও করেন। বিষয়টি নিয়ে সন্দেহ প্রকাশ করেছে ইডি। ইডির যুক্তি, অরিবন্দ কেজরিওয়ালকে জেলের মধ্যে কম্পিউটার বা লেখার কাগজ দেওয়াই হয়নি তাহলে কী ভাবে অতিশি দাবি করলেন, জেলে বসেই মুখ্যমন্ত্রী তাঁর প্রথম আদেশ পাঠিয়েছেন?গত বৃহস্পতিবার, ২১ তারিখ ইডির হাতে গ্রেফতার হন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। দিল্লির আবগারি নীতি দুর্নীতি মামলায় গ্রেফতার করা হয়েছে। প্রসঙ্গত, কেজরিওয়ালই প্রথম মুখ্যমন্ত্রী, যিনি পদে থাকাকালীন গ্রেফতার হলেন। ২৮ মার্চ পর্যন্ত তিনি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হেফাজতে থাকবেন বলে জানিয়েছে আদালত।
দিল্লি জলসম্পদ উন্নয়ন মন্ত্রী অতিশি বৃহস্পতিবার প্রেস কনফারেন্সে জানান, ইডি হেফাজতে যাওয়ার পর এই প্রথম নির্দেশ জারি করলেন অরবিন্দ কেজরিওয়াল। অরবিন্দ কেজরিওয়াল একটি নোট লিখে জলমন্ত্রীকে লিখিতভাবে নির্দেশ দিয়েছেন। রবিবার সকালে সাংবাদিক বৈঠক করে সেকথা জানান দিল্লি সরকারে মন্ত্রী অতিশি।
অতিশি জানান, 'অরবিন্দ কেজরিওয়ালের কাছে দিল্লিবাসী শুধু তাঁর ভোটার নন, তাঁরা দিল্লিবাসীকে তাঁদের পরিবারের মতোই মনে করেন। এই কারণেই আজ এমন কঠিন পরিস্থিতিতে পড়েও নিজের পরিবার অর্থাৎ দিল্লির মানুষের কথা ভাবছেন তিনি। সাংবাদিক বৈঠকে অতিশী জানান, মুখ্যমন্ত্রীর নোট পড়ে তাঁর চোখে জল এসে যায়। তিনি বলেন, 'অরবিন্দ কেজরিওয়ালজি আমাকে একটি চিঠি এবং একটি নির্দেশ পাঠিয়েছেন। যেটি পড়ে আমার চোখে জল চলে আসে। আমি ভাবতে থাকি কে এই লোকটি, যিনি জেলে আছেন, কিন্তু এখনও দিল্লির বাসিন্দাদের জল এবং নিকাশী সমস্যা নিয়ে ভাবছি। একমাত্র অরবিন্দ কেজরিওয়ালই এটা করতে পারেন, কারণ তিনি নিজেকে দিল্লির ২ কোটি মানুষের পরিবারের সদস্য বলে মনে করেন।'
সূত্রের খবর, কী ভাবে জেলে বসে নোট পাঠালেন কেজরি? এই বিষয়টি নিয়েই সন্দেহ প্রকাশ করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ইডি সদর দফতরে কেজরিওকে লেখার কাগজ বা কম্পিউটার কিছুই দেওয়া হয়নি। তাহলে কী ভাবে অতিশিকে নির্দেশনা দিলেন তিনি? বিষয়টি নিয়ে তদন্ত শুরু হয়েছে বলে সূত্রের খবর।
রবিবার স্ত্রী সুনীতার সঙ্গে জেলেই সাক্ষাৎ হয়েছে কেজরিওয়ালের। তখনই তাঁদের মধ্যে জল সমস্যা নিয়ে কথা হয়। ইডি সূত্রে বক্তব্য, 'সুনীতা কেজরিওয়াল ইডি সদর দফতরে অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন। আমরা বিষয়টি নিয়ে তদন্ত করছি।' উল্লেখ্য, রবিবার বিকেলে সুনীতা দিল্লির মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে যান ইডি অফিসে। হাতে ছিল কিছু কাগজপত্র। ইডি অফিস থেকে বেরিয়ে গাড়িতে ওঠার সময় তাঁর সঙ্গে কয়েকজন কর্মীকেও চোখে পড়ে। জেলের মধ্যে থেকেই জল সমস্যা নিয়ে কেজরির নির্দেশনার বিষয়টিকে অবশ্য বিজেপি কটাক্ষ করতে ছাড়েনি। পুরো বিষয়টিকে 'সাজানো' বলে নিশানা বিজেপি। কেজরিওয়ালের গ্রেফতারির পরই আম আদমি পার্টির তরফে সাংবাদিক বৈঠক করে জানানো হয়, মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দেবেন না অরবিন্দ কেজরিওয়াল। জেল থেকেই তিনি সরকার চালাবেন।