• BJP 5th List : বাদ ৩৭ সাংসদ! বিজেপির নয়া প্রার্থীতালিকায় কোন কোন হেভিওয়েটের টিকিটে কাঁচি?
    এই সময় | ২৫ মার্চ ২০২৪
  • ১১১ জনের পঞ্চম প্রার্থীতালিকায় একগুচ্ছ চমক দিয়েছে BJP। ৩৭ জন বর্তমান সাংসদকে তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। তালিকায় রয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী কুমার চৌবে, ভিকে সিং এবং বরুণ গান্ধীর মতো স্টার সাংসদরা। অথচ তালিকায় যুক্ত হয়েছেন অভিনেতা অরুণ গোভিল, কঙ্গনা রানাউত। পাশাপাশি, একাধিক প্রাক্তন কংগ্রেস নেতা BJP-তে জাম্প করেই পেয়ে গিয়েছেন লোকসভার টিকিট।একনজরে পঞ্চম প্রার্থীতালিকার হাইলাইটসসম্বলপুর আসন থেকে BJP দাঁড় করিয়েছে কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে। পুরী থেকে লড়বেন BJP মুখপাত্র সম্বিত পাত্র। ২০১৯ সালে এই কেন্দ্র থেকে পরাজিত হয়েছিলেন তিনি।কর্নাটকের ছয় বারের সাংসদ অনন্তকুমার হেগড়ের নাম ছেঁড়ে ফেলেছে পদ্ম শিবির। সংবিধান নিয়ে করা তাঁর সাম্প্রতিক মন্তব্য বিতর্কের সৃষ্টি করেছিল।উত্তর প্রদেশের ন'জন, গুজরাটের পাঁচজন, ওডিশার চারজন এবং বিহার, কর্নাটক, ঝাড়খণ্ডের তিনজন করে সাংসদের নাম বাদ পড়েছে তালিকা থেকে। লোকসভার পঞ্চম প্রার্থীতালিকায় মোট ৩৭ জন সাংসদের ঠাঁই হয়নি।সীতা সোরেন, তাপস রায়, এন কিরণ কুমার রেড্ডির মতো দলবদলু নেতারা টিকিট পেয়েছেন। কংগ্রেসের প্রাক্তন সাংসদ নবীন জিন্দাল, জিতিন প্রসাদকেও টিকিট দিয়েছে BJP। তাঁরা যথাক্রমে কুরুক্ষেত্র এবং পিলভিট আসনের প্রার্থী।ওয়েনাডে রাহুল গান্ধীর বিরুদ্ধে লড়বেন কেরালায় দলের সভাপতি কে সুরেন্দ্র।বাংলায় সন্দেশখালির নির্যাতিতা রেখা পাত্রকে টিকিট দিয়েছে BJP। বসিরহাট থেকে লড়বেন তিনি।বেগুসরাইতে গিরিরাজ সিংয়ের উপরই ভরসা পদ্ম হাইকমান্ডের। প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী রবিশংকর প্রসাদ দাঁড়িয়েছেন পটনা সাহেব থেকে।

    কেন্দ্রীয় মন্ত্রী আর কে সিং এবং নিত্যানন্দ রাইয়ের উপরও গেরুয়া নেতৃত্বের ভরসা অটুট রয়েছে।বর্তমান সাংসদ বরুণ গান্ধীকে আর পিলভিট থেকে টিকিট দেওয়া হয়নি। তবে তাঁর মা মানেকা গান্ধীর উপর ফের ভরসা রেখেছে BJP। তিনি এবারও সুলতানপুর থেকেই লড়ছেন।দু'বারের সাংসদ ভিকে সিংয়ের বদলে গাজিয়াবাদ থেকে লড়বেন অতুল গর্গ।লোকসভায় ডেবিউ কঙ্গনা রানাউতের। তিনি হিমাচল প্রদেশের মান্ডি আসন থেকে টিকিট পেয়েছেন। অরুণ গোভিলকে দাঁড় করানো হয়েছে মেরঠ থেকে।প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের বৌদি সীতা সোরেনকে BJP টিকিট দিয়েছে দুমকা থেকে। সম্প্রতি ঝাড়খণ্ড মুক্তি মোর্চা ছেড়ে তিনি যোগ দিয়েছিলেন BJP-তে।প্রাক্তন কর্নাটক মুখ্যমন্ত্রী জগদীশ শেট্টর লড়বেন বেলগাঁও থেকে।কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবার বাংলায় BJP-র তমলুক আসনের বাজি। দিলীপ ঘোষের কেন্দ্র বদল করে চমক দিয়েছে গেরুয়া শিবির। মেদিনীপুরের শক্ত ঘাঁটি ছেড়ে এবার তিনি বর্ধমান-দুর্গাপুর আসনের প্রার্থী। তাঁর বদলে মেদিনীপুরে লড়বেন অগ্নিমিত্রা পল।
  • Link to this news (এই সময়)