• বড়মার মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু অর্জুনের,অসুর শক্তিকে নাশের প্রার্থনা
    এই সময় | ২৫ মার্চ ২০২৪
  • রবিবার ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী হিসেবে অর্জুন সিংয়ের নাম ঘোষণা করেছে বিজেপি। প্রার্থী হিসেবে নাম ঘোষণার পর, আজ দোলের দিন সকালে নৈহাটি অরবিন্দ রোডে বড়মার মন্দিরে পুজো দিয়ে নিজের নির্বাচনী প্রচার শুরু করলেন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিং। নিশানা করলেন পার্থ ভৌমিককেও।অর্জুন বলেন, 'মায়ের কাছে প্রার্থনা করলাম, মা আমায় সফল করবেন। যত অসুর শক্তি আছে তাদের নাশ করবেন মা।' তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিককে নৈহাটির ভূমিপুত্র মানতে নারাজ অর্জুন সিং। তাঁর দাবি, ভূমিপুত্র হিসাবে ব্যারাকপুর শিল্পাঞ্চলের মানুষ ২০০১ সাল থেকে অর্জুন সিংকেই পাশে পেয়েছেন। মানুষের সুখে দুঃখে তিনিই থাকেন বলেও দাবি করলেন অর্জুন।'

    তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিককে নিশানা করে অর্জুন সিং বলেন, 'যদি ভূমিপুত্র হতেন, তাহলে নৈহাটি ছেড়ে সোদপুরে বাড়ি করতেন না। নৈহাটি থেকে মোহ ভঙ্গ হয়েছে, এখন তিনি সোদপুরে থাকেন বেশিরভাগ সময়। ভূমিপুত্র হিসেবে এই নৈহাটি হোক বা গোটা ব্যারাকপুর শিল্পাঞ্চলের মানুষ, ২০০১ সালের আগে থেকে অর্জুন সিংকেই পেয়েছে। মায়ের কাছে এটাই প্রার্থনা, যাতে আমার উপর আশীর্বাদ থাকে।' অর্জুন আরও বলেন, 'আমি বাংলার মানুষ। আমার ১৪০ বছরের পরিবার। ১৪০ বছর ধরে এই এলাকার মানুষকে সেবা করছে আমার পরিবার। আমি জানি, এখানকার মানুষের আশীর্বাদ আমার সঙ্গেই থাকবে।' এর আগেই এদিন অর্জুনকে নিশানা করে পার্থ বলেন, '৪ জুন যখন ফলাফল বেরোবে তখন অর্জুন সিং চোখে সর্ষে ফুল দেখবেন।'

    প্রসঙ্গত, ব্রিগেডে জন গর্জন সভা থেকে ব্যারাকপুরের প্রার্থী হিসেবে পার্থ ভৌমিকের নাম ঘোষণা করে তৃণমূল। আর ওই কেন্দ্রে টিকিট না পেয়েই মুখ খুলেন অর্জুন সিং। তাঁকে প্রার্থী না করায় রীতিমতো ক্ষোভ প্রকাশ করতে দেখা যায় অর্জুনকে। তাঁর সঙ্গে 'বিশ্বাসভঙ্গ' করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি। একইসঙ্গে মাঝে দেড় বছর তাঁর সময় নষ্ট হয়েছে বলেও বলতে শোনা যায় অর্জুনকে। আর তারপরেই তৃণমূল ছেড়ে ফের বিজেপিতে ফেরেন অর্জুন। উল্লেখ্য়, ২০১৯ সালে ব্যারাকপুর কেন্দ্রেই বিজেপির টিকিটে জয়ী হয়েছিলেন ভাটপাড়ার এই 'বাহুবলী' নেতা। তবে মাঝে ফের তৃণমূলে যোগ দেন। কিন্তু টিকিট না পেয়ে আবারও যান পদ্মশিবিরে। আর পদ্মশিবির এবারেও ব্যারাকপুরেই প্রার্থী করল অর্জুন সিংকে।
  • Link to this news (এই সময়)