আম আদমি পার্টি অভিযোগ করেছে যে ভারতীয় জনতা পার্টি (বিজেপি) দিল্লির আবগারি দুর্নীতি মামলায় গ্রেফতার হওয়ার পর অরবিন্দ ফার্মাসিউটিক্যালসের ডিরেক্টর শরৎ চন্দ্র রেড্ডির কাছ থেকে নির্বাচনী বণ্ডের মাধ্যমে ৬০ কোটি টাকার রাজনৈতিক অনুদান পেয়েছে। আপের ন্যাশানাল সেক্রেটারি ড. পঙ্কজ গুপ্তা বিজেপি সভাপতি জেপি নাড্ডাকে এই বিষয়ে একটি চিঠি লিখে তাকে “সত্য ঘটনা সামনে আনার” কথা বলেছেন।