• ব্রাজিলে আছড়ে পড়ল তীব্র ঝড়, নিহত অন্তত ১২
    আজকাল | ২৫ মার্চ ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: দক্ষিণ-পূর্ব ব্রাজিলে শক্তিশালী ঝড়ে নিহত হয়েছেন অন্তত ১২ জন। রিও ডি জেনেইরোর পাহাড়ি এলাকায় এই ঘটনা ঘটেছে। বিশেষজ্ঞদের মতে, এই ঝড় জলবায়ু পরিবর্তনের প্রভাবে চরমভাবাপন্ন আবহাওয়ার একটি নমুনা মাত্র। কিছুদিন আগেই এক তীব্র দাবদাহের মধ্যে দিন কাটাচ্ছিলেন স্থানীয় বাসিন্দারা। এরপরেই শুক্রবারের এই ভয়ানক ঝড়ে রিও ডি জেনেইরোতেই নিহত হয়েছেন আটজন। পাশের এস্পিরিটো সান্টো অঞ্চলে নিহত হয়েছেন আরও চারজন। সাত জনকে এখনও খুঁজে পাওয়া যায়নি। ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা ডি সিলভা নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করে জানিয়েছেন, কয়েক হাজার মানুষ এই ঝড়ের কারণে ঘর ছাড়া। সরকারের তরফে পাশে থাকার বার্তাও দিয়েছেন তিনি। রিও ডি জেনেইরোর পেট্রোপলিস শহরে ঝড়ের কারণে ভেঙে পড়ে একটি বাড়ি। এতে নিহত হন ওই পরিবারের চারজন। শনিবার সকালে ধ্বংসস্তূপ থেকে এক শিশুকে বের করে আনে উদ্ধারকর্মীরা। শিশুটি ১৬ ঘণ্টা ধরে চাপা পড়ে ছিল। শিশুটিকে বাঁচাতে গিয়ে তার বাবা মারা যায়। ঝড়ে ক্ষতিগ্রস্তদের সহায়তা করতে সেনা এবং ডগ স্কোয়াড পাঠানো হয়েছে। স্থানীয় স্কুল খুলে দেওয়া হয়েছে ঘরছাড়া মানুষের আশ্রয়ে। শুক্রবার থেকে এখন পর্যন্ত ৯০ জনকে উদ্ধার করা হয়েছে।
  • Link to this news (আজকাল)