• মুম্বইয়ের হারের পর হার্দিকের সঙ্গে একান্তে আলোচনা রোহিতের...
    আজকাল | ২৫ মার্চ ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: রোহিত শর্মা, হার্দিক পাণ্ডিয়ার সম্পর্ক নিয়ে চর্চা চলছেই। রবিবার গুজরাটের বিরুদ্ধে রোহিতকে বাউন্ডারি লাইনে ফিল্ডিং করতে দেখার পর সোশ্যাল মিডিয়ায় মুম্বইয়ের নতুন নেতাকে আক্রমণ শুরু হয়ে গিয়েছে। বরাবরই রোহিতকে ৩০ গজ সার্কেলের মধ্যে ফিল্ডিং করতে দেখা যায়। কিন্তু এদিন হার্দিক তাঁকে বাউন্ডারি লাইনে পাঠিয়ে দেন। হাতের ইশারায় সেটা প্রাক্তন অধিনায়ককে বোঝাতে দেখা যায়। যা ভালভাবে নিতে পারেনি রোহিত ভক্তরা। তাঁরা মনে করছে, রোহিতকে প্রাপ্য সম্মান দেওয়া হচ্ছে না। ম্যাচ শেষে চিন্তামগ্ন মুখে হার্দিকের সঙ্গে কথা বলতে দেখা যায় রোহিতকে। পাশে দাঁড়িয়ে ছিলেন আকাশ আম্বানিও। একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সেখানে ম্যাচের পর পেছন থেকে এসে রোহিতকে জড়িয়ে ধরেন হার্দিক। সঙ্গে সঙ্গে ঘুরে দাঁড়িয়ে পাণ্ডিয়াকে বোঝাতে শুরু করেন মুম্বইয়ের প্রাক্তন নেতা। চিন্তিত মুখে হাত নেড়ে নতুন অধিনায়ককে বেশ কিছুক্ষণ ধরে বোঝাতে দেখা যায়। হতাশ দেখায় রোহিতকে। অধিনায়ক না থাকলেও গোটা ম্যাচে রোহিতই আকর্ষণের কেন্দ্রবিন্দুতে ছিলেন। ম্যাচ চলাকালীনও হার্দিক এবং অন্যান্য প্লেয়ারদের সঙ্গে কথা বলতে দেখা যায় মুম্বইয়ের প্রাক্তন অধিনায়ককে। হার্দিক জানান, শেষ পাঁচ ওভারে মোমেন্টাম হারিয়ে ফেলার কারণেই হার। তবে হতাশ হচ্ছেন না। জানান, আরও ১৩ ম্যাচ বাকি আছে। তাই চিন্তিত যাওয়ার কোনও কারণ নেই। উল্লেখ্য, কোনওবারই আইপিএলের শুরুটা জয় দিয়ে হয় না মুম্বইয়ের। কিন্তু তারমধ্যেও পাঁচবার চ্যাম্পিয়ন রোহিতরা।  
  • Link to this news (আজকাল)