• প্রাপ্ত বয়স্কদের ওপর যক্ষ্মার টিকার ক্লিনিক্যাল ট্রায়াল ভারত বায়োটেকের...
    আজকাল | ২৫ মার্চ ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: নয়া পদক্ষেপ। ভারত বায়োটেক ইন্টারন্যাশনাল লিমিটেড এদেশে প্রাপ্তবয়স্কদের ওপর যক্ষ্মার টিকা এমটিবিভ্যাকের ক্লিনিকাল ট্রায়াল শুরু করেছে। রবিবার হায়দরাবাদের ফার্মাসিউটিক্যাল কোম্পানি এই ঘোষণা করেছে। যক্ষার মোকাবিলায় মানুষকে উৎসদা হিসেবে ধরে এ ধরনের প্রথম ভ্যাকসিন এটি, যা বের করেছে বায়োফাবরী নামে একটি স্প্যানিশ বায়ো ফার্মাসিউটিক্যাল কোম্পানি। বায়োফাবরী"র সঙ্গে যৌথ উদ্যোগে, ভারত বায়োটেক এই পরীক্ষা-নিরীক্ষা চালাচ্ছে। বায়োফাবরী এই প্রসঙ্গে বলছে, বিশ্বের ২৮ শতাংশ যক্ষ্মার রোগী যেখানে, সেই দেশে কিশোর কিশোরী এবং প্রাপ্তবয়স্কদের ওপর এই ধরনের পরীক্ষা এক বড় পদক্ষেপ।
  • Link to this news (আজকাল)