• লাল ঝড় জেএনইউয়ে, ১৯৯৬ সালের পর ছাত্র সংসদের সভাপতি দলিত ছাত্র ...
    আজকাল | ২৫ মার্চ ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: আবারও লাল ঝড় দিল্লির জওহরলাল নেহরু ইউনিভার্সিটিতে। ২০১৯-এর পর প্রথমবার ছাত্র সংসদ ভোট হল। শুক্রবার ভোটগ্রহণ পর্ব ছিল। রবিবার ফলাফল ঘোষণা হয়। চারটি আসনে এবিভিপিকে পরাস্ত করে লাল পতাকাই উড়ল জেএনইউয়ে। পাশাপাশি ১৯৯৬ সালের পর এই প্রথম জেএনইউ ছাত্র সংসদের সভাপতি হলেন কোনও দলিত ছাত্র। অন্যদিকে সহ সভাপতির পদে জয়ী বাঙালি ছাত্র। পরিসংখ্যান অনুযায়ী, এবিভিপির প্রার্থী উমেশ সি আজমিরাকে পেয়েছেন ১৬৭৬ ভোট। অন্যদিকে গয়ার বাসিন্দা ধনঞ্জয় পেয়েছেন ২৫৯৮ ভোট। বাত্তি লালা বাইরার পর ধনঞ্জই দলিত ছাত্র যিনি ছাত্র সংসদের সভাপতি পদে নির্বাচিত হলেন। এবিভিপির দীপিকা শর্মাকে হারিয়ে সহ সভাপতি পদে জয়ী হন অভিজিৎ ঘোষ। তিনি পেয়েছেন ২৮০৯ ভোট। সাধারণ সম্পাদ পদে জয়ী হন বাম প্রার্থী প্রিয়ংশী আর্য। যুগ্ম সম্পদাক পদে জয়ী হন মহম্মদ সাজিদ।
  • Link to this news (আজকাল)