• ভোটের আগে লালগোলা থেকে ফের উদ্ধার আগ্নেয়াস্ত্র-গুলি ,গ্রেপ্তার ২ ...
    আজকাল | ২৫ মার্চ ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: লোকসভা নির্বাচনের আগে ফের একবার আগ্নেয়াস্ত্র এবং গুলি উদ্ধার হল মুর্শিদাবাদের লালগোলা থানা এলাকা থেকে। রবিবার রাত থেকে দুটি পৃথক ঘটনায় গোপন সূত্রে খবর পেয়ে লালগোলা থানার পুলিশ দুই আগ্নেয়াস্ত্র কারবারিকে দু"টি আগ্নেয়াস্ত্র এবং তিন রাউন্ড গুলি সহ গ্রেপ্তার করে। ধৃত ব্যক্তিদের সোমবার লালবাগ আদালতে পেশ করা হলে তাদের সাত দিনের পুলিশ হেফাজত মঞ্জুর হয়েছে। লালগোলা থানার এক শীর্ষ আধিকারিক বলেন, রবিবার রাতে আমরা গোপন সূত্রে খবর পাই চোয়াপুকুর এলাকার বাসিন্দা কামাল শেখ নামে এক ব্যক্তি আগ্নেয়াস্ত্র এবং গুলি নিয়ে শিমুলতলা-গনেশপুর এলাকায় এক ব্যক্তির কাছে সেগুলি বিক্রি করতে আসছেন। এরপর পুলিশ ওই এলাকাতে তল্লাশি চালিয়ে কামাল শেখকে একটি দেশি আগ্নেয়াস্ত্র এবং দু"রাউন্ড গুলি সহ গ্রেপ্তার করে। অন্যদিকে অপর একটি ঘটনায় সোমবার সকালে লালগোলা থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে আব্দুল শেখ নামে বেরামপুর-পুকুরপাড়ার এক বাসিন্দাকে একটি দেশি আগ্নেয়াস্ত্র এবং এক রাউন্ড গুলি সহ ভবানীপুর মোড় থেকে গ্রেপ্তার করে।লালগোলা থানার এক আধিকারিক জানান, আব্দুল শেখ নামে এক লালগোলা থানার এক শীর্ষ আধিকারিক জানান, "প্রাথমিক তদন্তে আমরা জানতে পেরেছি ধৃত দুই ব্যক্তি লোকসভা নির্বাচনের আগে এলাকাতে অশান্তি ছড়ানোর জন্য আগ্নেয়াস্ত্র এবং গুলি মজুত করেছিল। ধৃত ব্যক্তিরা কোথা থেকে এই আগ্নেয়াস্ত্র এবং গুলি পেয়েছিল পুলিশ তা তদন্ত করে দেখছে।"
  • Link to this news (আজকাল)