• ড্রেসিংরুমে ঢুকে কী করেছিলেন শাহরুখ' ভিডিয়ো এখন সবার সামনে!
    ২৪ ঘন্টা | ২৫ মার্চ ২০২৪
  • জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বাংলা মিডিয়ার দৌলতে কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders ) ফ্য়ানরা আগেই জেনে গিয়েছিলেন যে, সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে চলতি আইপিএলে (IPL 2024), তাঁদের প্রথম ম্যাচ একেবারে জমে যেতে চলেছে (Kolkata Knight Riders vs Sunrisers Hyderabad)। কারণ একটাই গ্য়ালারিতে নিজের বক্সে বিরাজমান থাকবেন শাহরুখ 'কিং' খান (Shah Rukh Khan)। গত শনিবার কিছু ঘণ্টার জন্য় ইডেন মাতিয়ে দিয়েছিলেন শাহরুখ। তিনি আসবেন আর হৃদয় জয় করবেন, এটাই দস্তুর। সাধে কী আর তিনি বিনোদনের বাদশা। আন্দ্র রাসেলের ঝড়ে, সপ্তদশ আইপিএলে দারুণ শুরু করেছে শ্রেয়স আইয়ারের বেগুনিবাহিনী। সানরাইজার্স হায়দরাবাদকে শেষ ওভারে চার রানে হারিয়ে রুদ্ধশ্বাস ম্য়াচে বাজিমাত করেছিল কেকেআর। খেলা শেষেই শাহরুখ চলে গিয়েছিলেন মাঠে। দুই দলের ক্রিকেটার ও সাপোর্ট স্টাফদের যেমন তিনি উষ্ণতায় ভরিয়ে দিয়েছিলেন, তেমনই আবার মাঠের কর্মীদের সঙ্গে গ্রুপ ফোটো তুলে তাঁদের মন ভালো করে দিয়েছিলেন। মাঠের পাট চুকিয়ে শাহরুখ তাঁর ম্য়ানেজার পূজা দদলানিকে নিয়ে চলে গিয়েছিলেন নাইটদের সাজঘরে। আর সেই সময় টিম কেকেআরকে দারুণ পেপটক দিচ্ছিলেন দলের সহকারি কোচ অভিষেক নায়ার। শাহরুখ অভিষেক, ভেঙ্কি মাইসোর, চন্দ্রকান্ত পণ্ডিতকে ধন্য়বাদ জানান। পাশাপাশি গৌতম গম্ভীরকে ধন্য়বাদ জানান কলকাতায় ফেরার জন্য। খেলার ৪৮ ঘণ্টা পার হওয়ার পর এই ভিডিয়ো শেয়ার করেছে কেকেআর। যা সকলের হৃদয় জয় করে নিয়েছে। যদিও বক্সে বসে খেলা দেখার সময়ে, একাধিকবার সিগারেটে সুখটান দেওয়ায় বিস্তর বিতর্কেও জড়িয়েছেন শাহরুখ। অতীতে ওয়াংখেড়েতে অভ্য়বতা করেও যদি নিজের শহরের মাঠে নির্বাসিত হয়েছিলেন। শাহরুখের সঙ্গে আইপিএল ও বিতর্ক জুড়ে গিয়েছে। আগামী শুক্রবার (২৯ মার্চ) কেকেআর দ্বিতীয় ম্য়াচ খেলবে রয়্যাল চ্য়ালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে। 
  • Link to this news (২৪ ঘন্টা)