• জিতলেই দিদি নম্বর ওয়ানে সুযোগ! দাবি রচনার, 'রাজনৈতিক অনভিজ্ঞ' বলে কটাক্ষ লকেটের...
    ২৪ ঘন্টা | ২৫ মার্চ ২০২৪
  • বিধান সরকার: সোমবার বসন্ত উৎসবে যোগ দিলেন হুগলীর বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়(Locket Chatterjee)। এই কেন্দ্রে তাঁর প্রতিপক্ষ তৃণমূলের রচনা বন্দ্যোপাধ্যায়(Rachna Banerjee)। তাঁর বক্তব্য প্রসঙ্গে বললেন, 'রাজনৈতিক অনভিজ্ঞ'।

    রবিবার রাতে সিঙ্গুর বিধানসভার অন্তর্গত বেগমপুর হাটতলায় বসন্ত উৎসব এ হাজির হয়ে উপস্থিত জনতার উদ্দেশ্যে মঞ্চ থেকে হুগলীর তৃনমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায় বলেন, 'যদি বিজয়ী হই,তাহলে জি বাংলাকে বলবো হুগলি জেলার দিদিদেরকে আগে ডাকো।সবাইকে বলবো আমাকে যদি দিদি নাম্বার ওয়ান করতে চাও , হুগলী জেলার মানুষ যারা আমাকে জিতিয়ে নিয়ে এসেছে, হুগলী জেলার দিদিদের আগে দিদি নাম্বার ওয়ানে ডাকো, তারপরে অন্যসব দিদিরা আসবে'।তার পাল্টা আজ ভদ্রেশ্বরে বসন্ত উৎসবে যোগ দিয়ে বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায় বলেন,'মানুষ দিদি নাম্বার ওয়ানে যেতে চায় না মানুষ কাজ চায় সুরক্ষা চায। মানুষ কৃষি চায় শিল্প চায়।টিভিতে গিয়ে দিদি নাম্বার ওয়ান করে কি হবে?ওটাতো একটা অভিনয়ের পার্ট।কিন্তু আজকের দিনে মানুষ দুর্নীতি চায়না। মানুষ তোলাবাজি সিন্ডিকেট চায়না মানুষ লুটে রাতে সরকার চায় না।আমার লজ্জা লাগে এখানে কেন এই ধরনের প্রার্থী দিল যার কোন রাজনৈতিক অভিজ্ঞতাই নেই।খুব খারাপ লাগে অন্যান্য নেতাদের জন্য।হুগলির মানুষ এত বোকা নয়।যথেষ্ট শিক্ষিত তারা।হুগলির মানুষ জানে কোনটা রাজনীতি কোনটা অভিনয়'।দোলের দিন ভদ্রেশ্বরে শীতলা মন্দিরে পুজো দেন লকেট চট্টোপাধ্যায়।তারপর বসন্ত উৎসবে যোগ দেন।  
  • Link to this news (২৪ ঘন্টা)