• Election Commission : কলেজে অনুষ্ঠানের অছিলায় ভোটের প্রচার, নির্বাচন কমিশনে এসএফআই
    এই সময় | ২৫ মার্চ ২০২৪
  • এই সময়: রাজ্যে শেষবার কলেজে ছাত্র সংসদ নির্বাচন হয়েছিল ২০১৭ সালে। তারপর থেকে দীর্ঘ সাত বছর ভোট হয়নি। কিন্তু এখনও কলেজ এমনকী বেশ কিছু বিশ্ববিদ্যালয়েও ছাত্র সংসদের ব্যানারে একটি নির্দিষ্ট দল প্রচার চালাচ্ছে। নির্বাচনী বিধি ভঙ্গের এই অভিযোগ তুলে জাতীয় নির্বাচনের কমিশনের দ্বারস্থ হলেন এসএফআই নেতা শুভজিৎ সরকার। ইমেল করে তিনি নালিশ করেছেন কমিশনকে। দাবি করেছেন, অবিলম্বে নানা অনুষ্ঠানের অছিলায় ক্যাম্পাসে শাসকদল তৃণমূলের প্রচার অবিলম্বে বন্ধ করতে হবে।শুভজিতের অভিযোগ, এখন নির্বাচনী বিধি বলবৎ রয়েছে গোটা দেশে। অথচ এরই মধ্যে সারা রাজ্যের নানা প্রান্তের কলেজ থেকে খবর পাওয়া যাচ্ছে ছাত্র সংসদের ব্যানারে কোথাও ফেস্ট, কোথাও দোল উৎসব, কোথাও ইফতারের আয়োজন করা হচ্ছে। আর সেখানে তৃণমূলের নানা স্তরের নেতারা যাচ্ছেন। বক্তৃতা দিচ্ছেন। অন্যরা সুযোগ পাচ্ছে না। শুভজিতের কথায়, ‘এই ছাত্র সংসদগুলির কোনও বৈধতা নেই। সাত বছর আগে যাঁরা ছাত্র সংসদ গঠন করেছিলেন তাঁরাও এখন আর কেউ নেতা নন। অথচ প্রশাসন ও কর্তৃপক্ষের একাংশের মদতে ক্যাম্পাসে ক্যাম্পাসে এক তরফা প্রচারের সুযোগ পাচ্ছে তৃণমূল। আমি এর বিরুদ্ধেই অবিলম্বে কমিশনকে পদক্ষেপের দাবি জানিয়েছি।’

    সম্প্রতি কলকাতার যোগেশচন্দ্র কলেজে এক তৃণমূল ছাত্রনেতার জন্মদিন পালন ঘিরে বিতর্ক তৈরি হয়। শিবপুরের দীনবন্ধু ইনস্টিটিউশনে পরীক্ষা চলাকালীনই দোল উৎসব পালনের অভিযোগ উঠেছে। এই প্রেক্ষিতে শিক্ষামহলের একাংশ শুভজিতের পাশে দাঁড়িয়েছে।

    তবে শুভজিতের এই দাবির সঙ্গে সহমত হতে পারেননি অল বেঙ্গল প্রিন্সিপ্যাল কাউন্সিলের প্রেসিডেন্ট পূর্ণচন্দ্র মাইতি। তিনি বলেন, ‘নির্বাচন যেহেতু হচ্ছে না তাই অনেক কলেজই নিজের মতো স্টুডেন্টস কাউন্সিল তৈরি করেছে। সেই কাউন্সিল অরাজনৈতিক চরিত্রের। প্রিন্সিপ্যালরাই তার মাথায় রয়েছেন। পড়ুয়াদের কাজকর্ম কাউন্সিলই দেখে। ফলে এমন অভিযোগ আমি মানছি না।’ স্বাভাবিক ভাবেই এসএফআই নেতাকে আক্রমণ করতে কালবিলম্ব করেনি তৃণমূল ছাত্র পরিষদ।

    সংগঠনের রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্যর বক্তব্য, ‘প্রচারের আলোয় আসার জন্য এ সব করছেন। কলেজে-বিশ্ববিদ্যালয়ে যাঁদের সংগঠন নেই। গাত্রদাহ তাঁদেরই সাজে। আমরা যদি ছাত্র সংসদের ব্যানারে ফেস্ট করি তাহলে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এসএফআই পরিচালিত ছাত্র সংসদ আফসু কীভাবে ফেস্ট করছে?’ শুভজিতের ব্যাখ্যা, যাদবপুরে শেষবার নির্বাচন হয়েছিল ২০২০ সালে। সেখানে এখনও বেশ কয়েকজন এমন নির্বাচিত ছাত্র প্রতিনিধি রয়েছেন, যাঁরা বর্তমানে ছাত্র হিসেবেই সংসদ পরিচালনা করেন।
  • Link to this news (এই সময়)