• Holi 2024: প্রথমবারেই সুপারহিট! ইংল্যান্ডের দুর্গে জমজমাটি হোলি খেলায় প্রবাসীদের সঙ্গে সামিল বিদেশীরাও
    এই সময় | ২৫ মার্চ ২০২৪
  • দেশ জুড়ে পালিত হচ্ছে হোলি। রঙের উৎসবে মাতোয়ারা দেশবাসী। রঙের উৎসবের আনন্দ চোখে পড়ার মতো। শুধু ভারতেই নয় বিদেশের মাটিতেও সাড়ম্বরে পালিত হচ্ছে হোলি। এমন এক জায়গাও রয়েছে যেখানে প্রথমবার হোলি উৎসব উদযাপনেও ভিড় ছিল চোখে পড়ার মতো। দু-একজন নয়, হাজার হাজার মানুষ এই উৎসবে অংশ নেন। একে অপরকে রাঙিয়ে দেওয়া থেকে শুরু করে আবির খেলা ছিল সবটাই।বিবিসির এক প্রতিবেদন অনুযায়ী, ইংল্যান্ডের ডরসেটে কর্ফে ক্যাসেল নামে একটি দুর্গ রয়েছে। এবারই সেখানে প্রথমবার হোলি উদযাপন করা হল। এর আগে এমনটা হয়নি কখনও। শনিবার প্রথমবার এখানকার একটি জাতীয় ট্রাস্ট বিশেষ হোলি উৎসব উদযাপনের আয়োজন করে। প্রায় তিন হাজার মানুষ অংশ নেন। আমন্ত্রণ জানানো হয় বোর্নমাউথ, পুল এবং ক্রাইস্টচার্চের হিন্দু সম্প্রদায়ের মানুষজনদের। এই প্রথম ন্যাশনাল ট্রাস্ট কোনও হিন্দু উৎসবের আয়োজন করল।

    দুই বছর আগে ভারত থেকে বোর্নমাউথে গিয়েছিলেন নিশা সরকার। হোলি উদযাপনে মেতেছেন নিশাও। এবার আর মনে কোনও আক্ষেপ নেই। নিশার কথায়, 'ভারতীয় সংস্কৃতির সঙ্গে জড়িয়ে হোলি। সন্তানদের এই বিষয়ে জানা জরুরি। মেয়েকে নিয়ে এই অনুষ্ঠানে এসেছি। ভারতের হোলি উদযাপনকে খুব মিস করেছি দুই বছর। এবার সেই ইচ্ছা পূরণ হল।' অনুষ্ঠানটির নাম ছিল 'রং বারসে'। অনেক ব্রিটিশ নাগরিকও তাঁদের পরিবার-সহ রঙের উৎসবে অংশ নেন। তাঁরাও হোলি পালনে মেতে ওঠেন।

    দেখুন ছবি

    জাতীয় ট্রাস্ট একটি ব্রিটিশ প্রতিষ্ঠান। প্রথমবারের মতো এত বড় পরিসরে ভারতীয় উৎসবের আয়োজন করেছে এই প্রতিষ্টান। অনুষ্ঠানে আসা ভারতীয়রা বলেন, 'এতে ভারতের মর্যাদার প্রভাব বোঝা যাচ্ছে। এটা আমাদের সামর্থ্যের প্রতিফলন।' অঞ্জলি মাভি বলেন, এটা খুবই ভালো যে ন্যাশনাল ট্রাস্ট এই ধরনের অনুষ্ঠানের মাধ্যমে আমাদের ঐতিহ্যকে সকলকে জানাতে সাহায্য করছে।' অন্যদিকে, ইংল্যান্ডে ন্য়াড়াপোড়ায় সামিল হলেন প্রবাসী বাঙালিরা। সেই সঙ্গে পালিত হল দোলপূর্ণিমা। পিটারবরোর বেঙ্গল সংস্কৃতি ক্লাবের তরফে সেই বিশেষ আয়োজন করা হয়েছিল। ন্যাড়াপোড়ায় সামিল হন প্রবাসী বাঙালিরা। ভারতে থাকা জাপানি রাষ্ট্রদূতও এই উৎসব থেকে নিজেকে দূরে রাখতে পারেননি। তিনিও তাঁর স্ত্রীর সঙ্গে দোল খেলতে ব্যস্ত। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ভারতের জাপানি রাষ্ট্রদূত হিরোসি সুজুকির দোল খেলার ভিডিও এবং ছবি। সমস্ত ভারতবাসীর উদ্দেশে দোলের জন্য শুভেচ্ছাবার্তাও দিয়েছেন তাঁরা। ভিডিও দেখে সকলে বেশ আনন্দিত হয়েছে।
  • Link to this news (এই সময়)