Mecca Madina : রমজান মাসে মক্কা-মদিনায় ইনস্টা রিল! মসজিদে মোবাইল ব্যবহার বন্ধ?
এই সময় | ২৫ মার্চ ২০২৪
রমজান মাসে সৌদি আরবের পবিত্র মক্কা এবং মদিনা মসজিদে প্রতি বছর লাখ লাখ মানুষ পৌঁছন। উমরাহ করতে আসা মানুষের ঢল নামে এই সময়। মক্কা এবং মদিনার দুই মসজিদে আসা মানুষদের প্রায়ই দেখা যায় ছবি এবং ভিডিয়ো তুলতে। ইদানিং ইনস্টা রিলও হচ্ছে মক্কা-মদিনা চত্বর থেকে। সোশ্যাল মিডিয়ায় এই রিল পোস্ট করার নেশায় অনেকক্ষেত্রেই শালীনতার মাত্রা ছাড়িয়ে যাচ্ছেন নেটিজেনরা। যা নিয়ে চরম ক্ষুব্ধ সৌদি আরব প্রশাসন।মক্কা-মদিনায় ইনস্টা রিল নিয়ে আপত্তিমক্কা-মদিনার ইমাম আল সুদৌস পবিত্র মসজিদ চত্বরে রিল তৈরির ঝোঁক নিয়ে বেশ উদ্বিগ্ন। তিনি মসজিদে আল্লাহর ইবাদত করতে আসা সকল মুসলিম ধর্মাবলম্বীকে মোবাইল এবং ক্যামেরার ব্যবহার কমানোর আর্জি জানিয়েছেন।
রমজানের পবিত্র মাসে প্রচুর সংখ্যক মানুষ সৌদি আরবের এই দুই মসজিদে ভিড় জমান। আল সুদৌসের বক্তব্য, 'ফটোগ্রাফি এবং ভিডিয়োগ্রাফিতে ব্যস্ত থাকলে আল্লাহর ইবাদত করা যায় না। নিজের মতো সময় বের করে আল্লাহর উদ্দেশে প্রার্থনা করুন। নিজেদের সময় এবং আল্লাহের এই পবিত্র স্থানের সম্মান বজায় রাখুন।' রমজানের সময় আসা সমস্ত পুণ্যার্থীদের উদ্দেশে এই বার্তা দিয়েছেন ইমাম।
আল আরবিয়া সংবাদমাধ্যমের প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, ১১ মার্চ সৌদি আরবে রমজান মাস শুরু হওয়ার পর থেকে এখনও পর্যন্ত প্রায় ৭ কোটি ৫০ লাখ মানুষ মসজিদ আল-হারামে প্রার্থনা করেছেন। মদিনার মসজিদ-এ-নবাবীতেও প্রায় ১ কোটি মানুষ প্রার্থনা করেছেন এই সময়ের মধ্যে।
উমরাহ যাত্রীদের জন্য বিশেষ বন্দোবস্তবিশ্বের নানা প্রান্ত থেকে সৌদি আরবের মক্কা এবং মদিনা মসজিদে উমরাহ করতে আসা মুসলিমদের জন্য সৌদির হজ এবং উমরাহ মন্ত্রক বিশেষ আয়োজন করেছে। মসজিদ আল-হারামে প্রবেশ এবং প্রস্থানের জন্য আলাদা আলাদা পথের ব্যবস্থা করা হয়েছে। এ ছাড়া কাবার পরিক্রমার সময় যাতে কারও সমস্যা না হয় তার জন্য পর্যাপ্ত জায়গা বাড়ানো হয়েছে।