• মৃত্যুর ঠিক আগে চোখের সামনে ভাসে এই দৃশ্য! ফাঁস করলেন নার্স
    এই সময় | ২৫ মার্চ ২০২৪
  • মৃত্যু বড় ভয়ংকর । মৃত্যুর অভিজ্ঞতা তারাই কেবল অনুভব করতে পারেন যারা মৃত্যুর মুখ থেকে ফিরেছেন বা মৃত্যুকে খুব কাছ থেকে দেখেছেন। আমেরিকার একটি হাসপাতালে অপারেশন চলাকালীন মৃত্যু হয় ২২ বছর বয়সী একটি ছেলের। প্রায় কুড়ি মিনিট পর আচমকাই ফের চালু হয়ে যায় তাঁর হৃদস্পন্দন। এই ঘটনায় চমকে যান চিকিৎসকরা। পরে সুস্থ হওয়ার পর ছেলেটি জানায় তার মৃত্যুর পরের অভিজ্ঞতার কথা। স্বর্গে যাওয়ার পর নাকি যীশুর সঙ্গেও কথা হয় তার। যীশুই নাকি তাকে ফের জীবন দেন। এমনটাই দাবি করে ওই যুবক।অনেকেরই মনে প্রশ্ন, মৃত্যুর আগে ঠিক কী কী হয় বা মারা যাওয়ার সময় বেশিরভাগ লোকেরা কোন শব্দটি বলেন। কেমন অনুভব করেন একজন মানুষ মারা যাওয়ার আগে। তার শেষ কথাটাই বা কী? এবিষয়ে নিজের অভিজ্ঞতার কথা জানালেন প্রত্যক্ষদর্শী একজন নার্স।

    লস অ্যাঞ্জেলে বসবাসকরী জুলি ম্যাকফ্যাডেন একটি পডকাস্টে নিজের অভিজ্ঞতার কথা শেয়ার করেছেন। জুলি এমন অনেক রোগীর সঙ্গে থেকেছেন যাদের খুব কম মুহুর্তের জন্য মৃত্যু হয়েছে।

    তিনি বলেন, মৃত্যুর আগে প্রত্যেক মানুষের সঙ্গে একটা জিনিস ঘটে। মৃত্যুর একমাস আগে থেকে তারা মৃত পরিজনদের দেখতে পান। মৃত্যু পথযাত্রীকে সান্ত্বন দিতে আসেন তাঁর পূর্ব পুরুষেরা। তবে তাতে ভয়ের কিছু নেই বলেই মনে করছেন জুলি। তাঁর মতে এই পূর্বপুরুষরা শুধুই তার পরিবারের সদস্য। অনেকে মৃত্যুর আগে নিজেদের মৃত পোষ্যদেরও দেখতে পান। জুলি বলেন, কিছু মানুষ তাঁর সঙ্গে শেয়ার করেন যে পূর্বপুরুষরা তদের কাছে এসে কী বলেছেন। পূর্বপুরুষরা ওই ব্যক্তিদের আগাম জানিয়ে দেন যে খুব তাড়াতাড়ি তোমাকে নিতে আসছি, তোমার কোনও চিন্তা নেই। অনেকে আবার যম দূতদেরও দেখতে পান।

    যখন কোনও ব্যক্তির মৃত্যু হয় তখন তাঁর মানসিক অবস্থা কেমন থাকে বা তাঁর মস্তিষ্কে কী কী চলতে থাকে তা নিয়ে দীর্ঘদিন ধরেই গবেষণা চলছিল। সম্প্রতি একটি তথ্য সামনে এসেছে যে মৃত্যুর ঠিক আগের মুহুর্তে মানুষ কী দেখে তা নিয়ে। জানা গেছে, মৃত্যুর ঠিক আগে মানুষ তাঁর পুরো জীবনটই ফ্ল্যাশব্যাকের মতো দেখতে পান।

    বিশেষজ্ঞদের দাবি, মৃত্যুর পরও বেশ কিছুক্ষন পর্যন্ত সচল থাকে মস্তিষ্ক, চোখ, কান এবং ব্রেন। বলা হয় মৃত্যুর পর বেশকিছুক্ষণ পর্যন্ত আত্মা থাকে শরীরের কাছেই। প্রথমে আত্মার বিশ্বাসই হয়না যে তার মৃত্যু হয়েছে।
  • Link to this news (এই সময়)