Tornado Alert: ধেয়ে আসছে টর্নেডোর মত শক্তিশালী ঘূর্ণিঝড়! ভিডিয়ো ঘিরে আতঙ্ক
এই সময় | ২৫ মার্চ ২০২৪
ঘন কালো মেঘের চদরে ঢাকা গোটা আকাশ। গভীর কালো আকাশের নীচে থমথমে পরিবেশ। এক্স হ্যান্ডেলে প্রকাশিত এই ছবি টেক্সাসের উইচিতা ফলস শহরের। এই ভিডিয়ো দেখে চিন্তার ভাঁজ পড়েছে আবহাওয়াবিদদের কপালে। ন্যাশনল ওয়েদার সার্ভিস আগাম সতর্ক করেছে উইচিতা ফলস শহরের বাসিন্দাদের। শহরের ওপর কলো মেঘের জমায়েত দেখে টর্নেডো সহযোগে বড়সড় ঝড়ের তাণ্ডবের আশঙ্কা করছেন আবহাওয়াবিদরা। আশঙ্কা করা হচ্ছে ব্যাপক ক্ষয়ক্ষতিরও। স্থানীয় বসিন্দাদের জন্য একাধিক সতর্কতা জারি করা হয়েছে।ন্যাশনল ওয়েদার সার্ভিস জানিয়েছে, টেক্সাসের দু'টি শহর ক্লে এবং উইচিতায় মারাত্মক আবহাওয়াটি সন্ধ্যে ৬টা ৪৭ মিনিট পর্যন্ত অবস্থান করবে। একই সঙ্গে উত্তর পশ্চিমে অবস্থিত ক্লে এবং দক্ষিণপূর্বে অবস্থিত উইচিতায় বজ্রবিদ্যুৎ সহ ঝড় থাকবে সন্ধ্যে ৭টা ৩০ মিনিট পর্যন্ত বলে জানিয়েছে ন্যাশনাল ওয়েদার সার্ভিস।
ন্যাশনাল ওয়েদার সার্ভিস জানিয়েছে, ডেন শহর থেকে মাত্র চার মাইল দূরেই অবস্থান করছে প্রবল ঝড়টি। এই ঝড়ের গতিবেগ কুড়ি কিলোমিটর প্রতি ঘন্টা। একইসঙ্গে শিলাবৃষ্টিরও পূর্বাভাস রয়েছে। গলফ বলের আকারের শিলবৃষ্টি ঘন্টায় ষাট কিলোমিটার বেগে আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে বলে পূর্বাভাস আবহাওয়া দফতরের।
প্রবল ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করছে ন্যাশনাল ওয়েদার সার্ভিস। এমারজেন্সি ম্যনেজমেন্ট সিস্টেম শেয়ার করা হয়েছে ন্যাশনাল ওয়েদার সার্ভিসের তরফে। প্রবল ঝড় এবং শিলাবৃষ্টিতে বাড়ির বাইরে থাকা মানুষজন এবং গবদি পশুরা আহত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। একইসঙ্গে শিলাবৃষ্টিত বাড়ির ছাদ, জানালার কাঁচ এবং গাছপালার প্রবল ক্ষতির আগাম সতর্কবার্তা দেওয়া হয়েছে।
তবে এটাই প্রথম নয়, ২০২৩ সালের জুন মাসে এক সপ্তাহের মধ্যে দু’দুবার মার্কিন যুক্তরাষ্ট্রের টেক্সাসে আছড়ে পড়ে ঘূর্ণিঝড় । মৃত্যু হয় ৪ জনের। আহত হন বেশকয়েকজন। ঝড়ের তাণ্ডবে তছনছ হয়ে যায় শহরের বিস্তীর্ণ অঞ্চল। ক্ষতিগ্রস্ত হয় একাধিক বাড়ি। গত বছর দীর্ঘদিন তাপপ্রবাহ চলছিল। তার মধ্যেই শুরু হয় বৃষ্টি এবং ঝোড়ো হাওয়া। এক রাতের মধ্যেই আছড়ে পড়েছিল ৪টি টর্নেডো। ক্ষতিগ্রস্ত হয় একাধিক বাড়ি। ক্ষয়ক্ষতির পরিমাণ এতোটাই ছিল যে গোটা ঘটনাকে ‘তাৎপর্যপূর্ণ ক্ষতি’ বলে উল্লেখ করে মারকিন জতীয় আবহাওয়া অফিস।
বিশেষজ্ঞদের মতে, ইদনিংকালে টেক্সাস এলাকায় টর্নেডোর ঘটনা অতিরিক্ত হারে বেড়েছে। গতবছর টর্নোডের ধাক্কায় তছনছ হয়ে যায় মধ্য ও উত্তর চেক্সসের বিস্তীর্ণ অঞ্চল।