• Sikkim Tourism: সিকিমে পর্যটনের প্রসারে সেনার বিশেষ ভূমিকা, কী কী উদ্যোগ?
    এই সময় | ২৫ মার্চ ২০২৪
  • পর্যটনের প্রসারে বিশেষ করে সিকিমের সীমান্ত এলাকায় পর্যটনের প্রসারে বিশষ উদ্যোগ নিচ্ছে ভারতীয় সেনাবাহিনী। শুধু দেশের সীমান্ত রক্ষাই নয়, দেশের পর্যটন নিয়েও উদ্য়োগী সেনা। বিশেষ করে সিকিমের সীমান্তবর্তী এলাকায় তারা ভাবছে পর্যটনের উন্নতি নিয়ে। সীমান্ত রক্ষার পাশাপাশি পর্যটন ব্যবস্থা উন্নত করতে ভারতীয় সেনার তরফে নেওয়া হচ্ছে একাধিক উদ্যোগ। একটি প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করে সেনা কর্তৃপক্ষ সেই কথা জানিয়েচছে।সিকিমে সীমান্তবর্তী এলাকায় রাজ্যের প্রশাসন এবং পর্যটন দফতর পর্যটকদের আনাগোনা নিয়ন্ত্রণ করে। ভারতীয় সেনা যে কোনও সময় যে কোনও পরিস্থিতিতে তাদের সাহায্য করে। যে কোনও সময় ওই এলাকায় আবহাওয়ার খারাপ হলে বা কোনও পর্যটক অসুস্থ হয়ে পড়লে সঙ্গে সঙ্গে পদক্ষেপ নেয় ভারতীয় সেনা।

    উল্লেখ্য চলতি বছর ২১ ফেব্রুয়ারি অন্তত ৫০০ জন পর্যটক নাথু-লায় হঠাৎ তুষারপাতের কারণে আটকে পড়েছিলেন। শূন্যের নীচে নেমে গিয়েছিল তাপমাত্রা। সেই সময় ওই এলাকায় পর্যটকদের উদ্ধারে এগিয়ে এসেছিল সেনা। সিকিমের ওই এলাকায় মোতায়েন সেনা বাহিনী পূর্ব সিকিমের নাথু-লা, হরভজন বাবা মন্দির, সেরাথাং, পুরনো সিল্ক রোড এবং উত্তর সিকিমের ইয়ুমথাং ভ্যালি, জিরো পয়েন্ট, গুরুদোংমার লেক এলাকায় পর্যটনের ক্ষেত্রে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। যে কোনও পরিস্থিতি মোকাবিলাতেই সেনা এগিয়ে আসে।

    প্রতি বছর প্রায় ১০ লাখেরও বেশি পর্যটক ওই এলাকায় যান। অর্থনীতির ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ পর্যটন ব্যবস্থা। স্থানীয় অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ পর্যটন ব্য়বসা। পর্যটনে সাহায্যের জন্য ত্রিশক্তি কর্পস একাধিক পদক্ষেপ করে। সেনা একাধিক কালচারাল সেন্টার ও মিউজিয়াম তৈরি করে পাশে দাঁড়িয়েছে পর্যটন ব্যবসার। ত্রিশক্তি কর্পস সুকনায় একটি হেরিটেজ সেন্টার তৈরি করেছে। পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের জন্য়ও ত্রিশক্তি কর্পস একটি বিশেষ প্রকল্প নিয়েছে। এই প্রকল্পের নাম 'সদ্ভাবনা'। প্রথম বছরেই নেওয়া হয়েছিল ৬৮টি জনকল্যাণমূলক প্রকল্প। এর মোট অর্থমূল্য সাড়ে পাঁচ কোটি টাকা। আগামী বছরের জন্যও এমন অনেক প্রকল্পের পরিকল্পনা করা হয়েছে। সেনার তরফে একাধিক প্রকল্পও গ্রহণ করা হয়েছে সীমান্তবর্তী গ্রামগুলিকে আরও উন্নত করার লক্ষ্যে। যে কোনও সময় ভারতীয় সেনা উদ্ধারকজের জন্য সদা তৎপর থাকে এই এলাকায়। আবহাওয়ার অবনতির কারণে প্রায়ই ওই এলাকায় সেনারা আটকে যায়। স্থানীয় বাসিন্দা ও পর্যটকদের উদ্ধার করার জন্য সেনা কাজ করে।
  • Link to this news (এই সময়)