Lok Sabha Election 2024: উপহার না এনে মোদীকে ভোট দেওয়ার অনুরোধ! এমন বিয়ের কার্ড দেখে হকচকিয়ে নেটিজেনরা
এই সময় | ২৫ মার্চ ২০২৪
ছেলের বিয়ে দিচ্ছেন ধুমধাম করে। বহু অতিথিতে নিমন্ত্রণও করেছেন। রীতি মেনে ছাপিয়েছেন বিয়ের কার্ডও। আর সেই কার্ডেই রয়েছে বিশেষ আবেদন। একেবারে অন্যরকম। ভাবছেন এ আবার নতুন কী? বিয়ের কার্ডে নতুনত্ব এতো এখন ট্রেন্ড। কেউ কেউ বিয়ের কার্ডে উপহার না আনার বিশেষ অনুরোধ বার্তা লিখে দেন। তবে এই বিয়ের কার্ড কোনও দিন দেখেছেন কিনা তা মনে করতে পারছেন না নিমন্ত্রিতরা। উপহারের পরিবর্তে এমন একটি অনুরোধ করা হয়েছে যা দেখে চমকে যাওয়ার জোগার।পাত্রে বাবা-মায়ের তরফে আবেদন করা হয়েছে, উপহার নয় বরং তার জায়গায় আগামী লোকসভা ভোটে দিলে খুশি হবেন তাঁরা। সেটাই নাকি বিয়ে উপলক্ষে দেওয়া সবচেয়ে ভাল উপহার হবে। বিয়ের কার্ডে মোদীর ছবি সহ সেই রকমই আবেদন করা হয়েছে। বিভিন্ন সংবাদমাধ্য়ম সূত্রের খবর, এই পদক্ষেপ নিয়েছে তেলঙ্গানার সঙ্গারেড্ডির একটি পরিবার। আর মুহূর্তের মধ্যে ভাইরাল এই বিয়ের কার্ড। সাই কুমারের সঙ্গে মহিমা রানির বিয়ে হতে চলেছে। বরের বাবার নাম ননিকান্তি নরসিংহালু। তিনি বিজেপি সমর্থক হিসাবে পরিচিত। বিয়ের কার্ডেও দলের প্রতি এবং দলনেতা মোদীর প্রতি কৃতজ্ঞতা স্বীকার করেছেন তিনি । ৪ এপ্রিল রয়েছে বিয়ে।
সোশ্যাল মিডিয়ার দৌলতে এই কার্ড এখন ভাইরাল। অনেকে এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। প্রশংসায় ভরিয়ে দিয়েছেন। কেউ কেউ আবার কটাক্ষাও করেছেন। বিয়ের কার্ডকে কেন দলের প্রচারের মাধ্যম হিসাবে ব্যবহার করা হচ্ছে, বিরোধীরা সেই প্রশ্ন তুলেছেন। যা নিয়ে বিতর্ক থামছে না। লোকসভা নির্বাচন এগিয়ে আসছে। প্রচারও শুরু হয়েছে। প্রার্থীরা পথে পথে ঘুরে ঘুরে প্রচার করছেন। কর্মী-সমর্থকরা দেওয়াল লিখনও শুরু করে দিয়েছেন। দেশের কোণায় কোণায় চষে ভোটের প্রচার সারছেন রাজনীতির হেভিওয়েটরা। আর তারই মধ্যে ভোট প্রচারের একেবারে অন্যরকম ছবি দেখে অবাক নেটিজেনরা।
দেখুন সেই বিয়ের কার্ড
তবে এমনটা উদ্যোগ অবশ্য নতুন নয়। এমন ঘটনা সামনে এসেছিল ২০১৯ সালেও। সেবারও হায়দরাবাদে এমন ঘটনা ঘটে। সেবার মুকেশ রাও ইয়ান্জে নামে এক ব্যক্তি তাঁর বিয়ের কার্ডে লিখেছিলেন উপহারের বদল লোকসভা নির্বাচনে নরেন্দ্র মোদীর সমর্থনে ভোট দিতে। ANI সূত্রে খবর ছিল, ওই ব্যক্তি বলেছিলেন, 'আমি অনেকদিন ধরেই বাজপেয়ীর ভক্ত। খুব ভালো কাজ করেছেন নরেন্দ্র মোদীও। আমি চাই আমার নিমন্ত্রিতরা নরেন্দ্র মোদীর সমর্থনে ভোট দিন। এমন ঘটনার ছবি সামনে এসেছিল গুজরাটেও।