Ram Mandir Holi Celebration: ৪৯৫ বছর পর রাম মন্দিরে জমজমাট হোলি, রামলালার দর্শনে উপচে পড়া ভিড়
এই সময় | ২৫ মার্চ ২০২৪
নবনির্মিত রাম মন্দিরে রামলালার মূর্তি প্রতিস্থাপনের পর প্রথম হোলি উৎসব। খুব স্বাভাবিকভাবেই উৎসব পালনে আড়ম্বরের কমতি নেই এতটুকুও। মন্দির প্রশাসন হোলি উৎসব উপলক্ষে বিশেষ ব্যবস্থা করেছে। এবছর ত্রেতা যুগে যেভাবে ফুলের আবিরে রঙ খেলা হত ঠিক সেইভাবেই এবছর কাচনার ফুলের আবির দিয়ে হোলি খেলেন রাম লালা। এবছর রাম ভক্তদেরও রামলালার সঙ্গে হোলি খেলার সুযোগ দেওয়া হয়। রাত থেকেই মন্দির প্রাঙ্গণে জোর কদমে শুরু হয় প্রস্তুতি।কথিত আছে, ত্রেতাযুগ থেকেই এই কাচনার ফুলকে অযোধ্যার রাজ্যবৃক্ষ বলা হত। এই ফুলের গুরুত্ব আয়ুর্বেদেও যথেষ্ট রয়েছে। গোরখপুর মন্দিরে দেওয়া ফুল থেকে তৈরি করা হয়েছে ভেষজ আবির। যা মানুষের ত্বকের জন্য অত্যন্ত নিরাপদ।
দীর্ঘ ৪৯৫ বছর পর রামলালা নিজের প্রাসাদে হোলি খেলবেন তা দেখতে দেশ-বিদেশ থেকে আসা প্রচুর মানুষ ভিড় করেন মন্দির প্রাঙ্গণে। রামলালার সঙ্গে রঙের উৎসবে মেতে ওঠে গোটা অযোধ্যা।
দেখুন ছবি
অযোধ্যায় হোলি শুধুমাত্র আজকেই নয়, হোলি উদযাপন শুরু হয়েছে রংভরী একাদশীর দিন থেকে। সেদিন থেকেই অযোধ্যার হাওয়ায় মিশেছে আবিরের গন্ধ। প্রতিদিনই উড়েছে আবির-গুলাল। চলে রামগান ও বাদ্যের অনুষ্ঠান। রামলালাকে প্রত্যেক দিনই রঙিন পোশাক এবং ফুল দিয়ে সাজানো হচ্ছে। রামলালার জন্য আকর্ষণীয় নৈবেদ্য তৈরি করা হয়েছে।
রাম মন্দিরে দোলে উপচে পড়া ভিড়, বাংলায় ঘোষণা
হোলির দিন সকালেই রামলালাকে পরানো হয়েছে নতুন পোশাক। দেওয়া হয় ৫৬ ধরনের ভোগ। এরপর রামচন্দ্রের পায়ে আবির নিবেদনের মাধ্যমে সূচনা হয় দোল উৎসবের।
চলতি বছরের ২২ জানুয়ারি পৌষ মাসের শুক্লপক্ষের দ্বাদশ তিথিতে রামমন্দিরের উদ্বোধন হয়। এই তিথিটি ভগবান বিষ্ণুকেউৎসর্গ করা হয়েছে। কথিত আছে, এইদিনে ভগবান বিষ্ণু কচ্ছপ অবতার ধারণ করেসমুদ্র মহ্ননে সাহায্য করেছিলেন। পবিত্র মুহুর্তের সাক্ষী হতে অযোধ্যায় ভিড় জমান দূরদূরান্ত থেকে আসা অসংখ্য ভক্ত। ওই দিন রামলালার অভিষেক অনুষ্ঠানের পৌরহিত্য করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রামলালার প্রাণ প্রতিষ্ঠার মাহেন্দ্রক্ষণ ঠিক করা হয় ৮৪ সেকেন্ড। ২২ জানুয়ারি রাম মন্দিরের উদ্বোধনের জন্য বেছে নেওয়া হয়েছিল ৮৪ সেকেন্ড। ৮৪ সেকেন্ডের শুভ মুহুর্তে সিংহাসনে প্রাণ প্রতিষ্ঠা করা হয় রামলালার। শুভক্ষণে প্রাণ প্রতিষ্ঠার পর হয় মহাপুজো ও মহারতি। শ্রী রাম হলেন ভগবান বিষ্ণুরই অবতার। আর সেইকারণেই ২২ জানুয়ারি দিনটিকেই রাম মন্দিরের উদ্বোধনের জন্য বেছে নেওয়া হয়।