বাঙালি দোকানের বালুসাই আর গেরুয়া আবির! কেমন ছিল বাজপেয়ীর বাসভবনে মোদীর হোলি উদযাপন?
এই সময় | ২৫ মার্চ ২০২৪
সেই মোঘল আমল থেকে চলে আসা পরম্পরা আজও অটুট। প্রতি বছরই রাজনীতির কেন্দ্রবিন্দু রাজধানী দিল্লিতে সাড়ম্বরে পালিত হয় হোলি উৎসব। আর এই উৎসবে গা ভাসানো থেকে বাদ পড়েন না রাজনীতিবিদরাও। প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী কিংবা ইন্দিরা গান্ধীর হোলি খেলার কাহিনি আজও রাজনৈতিক মহলে বেশ চর্চিত।বাজপেয়ীর হোলি পার্টিতে মোদীপ্রথমে ১১১ সাউথ অ্যাভিনিউ, ৬ রাইসিনা রোড এবং তারপর লোককল্যাণ মার্গে প্রধানমন্ত্রীর বাসভবনে হোলি উৎসবের আয়োজন করতেন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী। সমস্ত অতিথিদের নিজে হাতে আবিরে রাঙাতেন তিনি। সে সময় তাঁর এই হোলি উৎসবে যোগ দিতে দেখা যেত নরেন্দ্র মোদীকেও। তৎকালীন প্রধানমন্ত্রীর বাসভবনে আয়োজিত এই উৎসবে থাকত হরেক রকমের খাবারের ব্যবস্থাও। সুস্বাদু গুজিয়া থেকে শুরু করে লাঞ্চের আয়োজন করতেন অটল বিহারী বাজপেয়ী। এই হোলির মেনুতে অবশ্যই থাকত চাঁদনি চকের ঘণ্টাওয়ালা বা গোল মার্কেটের বাংলা মিষ্টির দোকানের বালুসাই। তাঁর প্রিয় বন্ধু শিবকুমার সমস্ত বন্দোবস্ত করতেন।
ইন্দিরা গান্ধীর বাসভবনে হোলি উৎসবহোলির উৎসবে প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর ১ নম্বর সফদরজং রোডের বাসভবনের দরজা সকলের জন্যই খোলা থাকত। তবে সুরক্ষার কারণে ১৯৮০ সালের পর থেকে তা বন্ধ হয়ে গিয়েছিল। ততদিনে পঞ্জাবে আতঙ্কবাদীদের আনাগোনা শুরু হয়েছিল। তবে তার আগে যখন হোলির উৎসবের আয়োজন করা হত তখন অতিথিদের জন্য সমস্ত বন্দোবস্তের দায়িত্ব থাকত ইন্দিরা গান্ধীর সচিব আর কে ধাওয়ানের কাঁধে। তারও আগে হরিবংশ রায় বচ্চন এবং তেজি বচ্চনের তত্ত্বাবধানে হত হোলি উৎসব।
আডবানির হোলিBJP-র বরিষ্ঠ নেতা লালকৃষ্ণ আডবানির পৃথ্বীরাজ রোডের বাসভভনে হোলির বড়সড় অনুষ্ঠানের আয়োজন করা হত। শালীনতা বজায় রেখে বরাবরই হোলি খেলা হত আডবানির বাসভবনে। তাঁর পণ্ডারা পার্কের বাড়িতেও হোলি উদযাপিত হত।
আবদুল কালাম আজাদের বাড়িতে হোলিদেশের রাষ্ট্রপতি থাকাকালীন এপিজে আবদুল কালাম ২০০৩ সালে নগর নিগমের স্কুলে প্রায় ১২০০ শিশুর সঙ্গে রাষ্ট্রপতি ভবনে হোলি পালন করেছিলেন। দেশের আর কোনও রাষ্ট্রপতি এখনও পর্যন্ত এমনভাবে হোলি উদযাপন করেননি।
নরেন্দ্র মোদীর হোলির শুভেচ্ছাসোমবার দেশবাসীকে হোলির শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করে তিনি লেখেন, 'আমার দেশের আমার পরিবারের সমস্ত মানুষকে হোলির শুভেচ্ছা। স্নেহ এবং সদ্বাভের সঙ্গে রঙের উৎসব পালন করুন। রঙের এই উৎসব আপনাদের সকলের জীবনে নতুন উদ্যম এবং নয়া উৎসাহ নিয়ে আসুক।'