কংগ্রেস নেত্রীর আপত্তিকর মন্তব্যের জবাব দিলেন BJP-র মাণ্ডি লোকসভা কেন্দ্রের প্রার্থী কঙ্গনা রানাউত। সোমবার সুপ্রিয়া শ্রীনাতে কঙ্গনার একটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করে একটি আপত্তিকর মন্তব্য করেন। তারপর থেকেই শুরু হয় বিতর্ক। জবাব বলিউডের কুইন বলেন, 'প্রত্যেক মহিলাই সম্মান পাওয়ার যোগ্য।'রবিবার রাতে ১১১ জনের একটি নয়া প্রার্থীতালিকা প্রকাশ করে BJP। যেখানে কঙ্গনা রানাউতকে হিমাচল প্রদেশের টিকিট দিয়ে বড় চমক দেয় BJP। অভিনেত্রীর লোকসভা ডেবিউয়ের খবর চাওর হওয়ার পর থেকেই ধেয়ে এসেছে নানা সমালোচনা। তবে সবকিছুকে ছাপিয়ে খবরের শিরোনামে উঠে এসেছে কংগ্রেস নেত্রী সুপ্রিয়া শ্রীনাতের মন্তব্য।
ঠিক কী বলেন সুপ্রিয়া শ্রীনাতে?কঙ্গনার নাম BJP-র লোকসভা প্রার্থীদের তালিকায় ঘোষণা হওয়ার পর ইনস্টাগ্রামে একটি পোস্ট করেন কংগ্রেস নেত্রী সুপ্রিয়া শ্রীনাতে। মনিকর্নিকা খ্যাত অভিনেত্রীর একটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করে কংগ্রেস নেত্রী বলেন, 'ক্যায় ভাও চল রহা হ্যায় মাণ্ডি মে কই বাতায়েগা?' যার বাংলা তর্জমা করলে দাঁড়ায়, 'মাণ্ডিতে এখন কত দর চলছে বলতে পারেন কেউ?' যদিও পরে তিনি নিজেই বিতর্কের মুখে পোস্টটি ডিলিট করে দেন। একটি সাফাই দিয়ে তিনি বলেন, 'আপনারা তো আমায় চেনেন, মনে হয় কোনও মহিলা সম্পর্কে এমন কথা আমি বলব? আমার ফেসবুক এবং ইনস্টাগ্রাম অফিসিয়াল অ্যাকাউন্টের অ্যাকসেস যাদের কাছে রয়েছে তাদের মধ্যে থেকেই কেউ এই ধরণের আপত্তিকর এবং নীচু মানসিকতার পোস্ট করে ফেলেছেন। যদিও এটি তুলে নেওয়া হয়েছে। এক্স হ্যান্ডেলে আমার একটি ভুয়ো অ্যাকাউন্ট খোলা হয়েছে। সেখান থেকেও এই ধরণের পোস্ট করা হচ্ছে। আমি ইতিমধ্যেই এটি নিয়ে পুলিশে রিপোর্ট করেছি।'
কঙ্গনা রানাউতের জবাবসুপ্রিয়া শ্রীনাতের পোস্ট ভাইরাল হতে শুরু করে মুহূর্তে। সেটি নজরে পড়ে কঙ্গনারও। এরপর সোমবার সন্ধ্যায় অভিনেত্রী নিজের অ্যাকাউন্ট থেকে পালটা পোস্ট করে বলেন, 'প্রিয় সুপ্রিয়াজি, গত ২০ বছরে আমার কেরিয়ারে অনেক ধরণের মহিলার ভূমিকায় আমি অভিনয় করেছি। গ্রাম্য মহিলা থেকে শুরু করে কুইন, ধাকড়ে লাস্যময়ী গোয়েন্দা থেকে শুরু করে মনিকর্নিকাতে ভগবানের চরিত্র। আবার চন্দ্রমুখীতে শয়তান থেকে শুরু করে রাজ্জোতে যৌনকর্মী কিংবা থালাইভিতে বিপ্লবী নেত্রী। কুসংস্কাপ থেকে মেয়েদের মুক্ত করতে হবে আমাদের। শরীরের অঙ্গ নিয়ে অনুসন্ধিৎসু মনোভাবের সঠিক জবাব দিতে হবে। যৌনকর্মীদের জীবন নিয়ে আপত্তিকর মন্তব্য বন্ধ করতে হবে। তাঁদের কঠিন পরিস্থিতির কথা আবেগ দিয়ে ভাবতে হবে। খারাপ মন্তব্য কিংবা কুরুচিকর শব্দ প্রয়োগের আগে ওঁদের জীবন নিয়ে ভাবতে হবে। প্রত্যেক মহিলার সম্মান পাওয়ার অধিকার আছে।'