Pinarayi Vijayan : প্রথম 'ভারতমাতা কি জয়' বলেন মুসলিমরাই, দাবি কেরালার মুখ্যমন্ত্রীর
এই সময় | ২৬ মার্চ ২০২৪
পিনারাই বিজয়নের মুখে 'ভারতমাতা কি জয়'। তাজ্জব হয়ে উঠেন সকলে। আসলে কেরালার মুখ্যমন্ত্রী বলেন, 'ভারত মাতা কি জয় এবং জয় হিন্দ সবার আগে বলেছিলেন মুসলিমরা। তাহলে কি এবার সংঘ পরিবার এই স্লোগানগুলি ত্যাগ করে দেবে?'CPIM-এর বরিষ্ঠ নেতা তথা কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন লোকসভা নির্বাচনের প্রচারে রাজ্য সফরে বেরিয়েছিলেন। উত্তর প্রান্তের মুসলিম বহুল আসনগুলিতে প্রচার চালাচ্ছেন তিনি। সোমবার উত্তর কেরালার মাল্লাপুরমের সভায় তিনি বলেন, 'RSS এবং BJP-র নেতারা ভারতমাতা কি জয় বলে ধ্বনি দেন। তাঁরা কি জানেন এই স্লোগান প্রথম দিয়েছিলেন এক মুসলিম। তাঁর নাম আজিমুল্লা খান। যেহেতু স্লোগানটি প্রথম একজন মুসলিমের কণ্ঠে উচ্চারিত হয়েছিল তাই জানতে চাই, সংঘ পরিবার, BJP-র নেতারা ভারতমাতা কি জয় বলা বন্ধ করে দেবেন?' তাঁর সংযোজন, 'জয়হিন্দ কথাটিও প্রথম উচ্চারিত হয়েছিল এক মুসলিমের গলায়। তিনি ছিলেন একজন কূটনীতিক। মুসলিমের কণ্ঠে প্রথম উচ্চারিত জয়হিন্দ কথাটিও কি RSS নেতারা বলা বন্ধ করে দিতে পারবেন। আসলে মুসলিমরা এ দেশের শিল্প সাহিত্য সংস্কৃতি প্রযুক্তিতে যে অবদান রেখেছে সংঘ পরিবার তা মানতে চায় না। স্বাধীনতার লড়াইয়েও সংখ্যালঘুদের অবদান ভোলার নয়।'
উল্লেখ্য, কেরালা CPIM লোকসভা ভোটের প্রচারের পাশাপাশি CAA বিরোধী একাধিক বড় সমাবেশ করারও পরিকল্পনা করেছে। বাংলা এবং তামিলনাড়ুর মতো কেরালা সরকারও ঘোষণা করেছে রাজ্যে সংশোধিত নাগরিকত্ব আইন চালু করা হবে না। এই আইনের বিরুদ্ধে রাজ্যের চার প্রান্তে চারটি মেগা সমাবেশের আয়োজন করছে CPIM। তেমনই একটি সভার আয়োজন করা হয় সোমবার।
পিনারাই বিজয়ন বলেন, 'উপনিষদকে ফারসিতে অনুবাদের ব্যবস্থা করেছিলেন মোঘল সম্রাট শাহজাহানের পুত্র দারা শিকোহ। অথচ সংঘ পরিবার এবং BJP নেতারা কথায় কথায় মুসলিমদের পাকিস্তান চলে যেতে বলেন।'