• A Ganeshamoorthy : লোকসভার টিকিট না পেয়ে চরম পদক্ষেপ! কীটনাশক খেয়ে ভেন্টিলেশনে 'অভিমানী' সাংসদ
    এই সময় | ২৬ মার্চ ২০২৪
  • লোকসভার টিকিট না পেয়ে আত্মহত্যার চেষ্টা করলেন এক সাংসদ। ঘটনাটি ঘটেছে তামিলনাড়ুতে। AIADMK-র সাংসদ অবিনাশী গণেশমূর্তিকে সংকটজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি ভেন্টিলেশনে রয়েছেন বলে খবর। জানা গিয়েছে, টিকিট না পেয়ে দলের উপর বিরাগভাজন হয়েছিলেন গণেশমূর্তি। আর তারপরই কীটনাশক খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন অভিমানী গণেশমূর্তি। যদিও লোকসভায় লড়াইয়ের সুযোগ না পাওয়ায় তিনি এতবড় পদক্ষেপ নিয়েছেন কি না, তা নিয়ে নিশ্চতভাবে দল কিংবা পরিবারের পক্ষ থেকে কিছু জানানো হয়নি।তামিলনাড়ুর ইরোড কেন্দ্রের বর্তমান সাংসদ গণেশমূর্তি। ২০১৯ সালে ডিএমকে-র টিকিটে ওই কেন্দ্র থেকে জিতেছিলেন তিনি। এরপর তিনি দলবদল করে এমডিএমকে-কে যোগদান করেন। কিন্তু, দলবদল করেও লোকসভা নির্বাচনের টিকিট জোটেনি তাঁর ভাগ্যে। দলীয় সূত্রে খবর, সেই কারণে তিনি হতাশ ছিলেন। আর সেই হতাশা থেকেই কি তিনি আত্মহত্যার চেষ্টা করলেন? তৈরি হয়েছে জল্পনা।

    পরিবারের তরফে জানানো হয়েছে, রবিবার সকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন সাংসদ। নিজেই জানান, বুকে চাপা কষ্ট হচ্ছে। বমি করতেও শুরু করেন আচমকা। তখন নিজেই স্বীকার করেন তিনি কীটনাশক খেয়ে ফেলেছেন। এরপর দ্রুত তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রথমে এরোডের একটি বেসরকারি হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়। রাখা হয় ICU-তে। এরপর তাঁর শারীরিক পরিস্থিতির অবনতি হতে শুরু করে। চিকিৎসকদের পরামর্শেই তাঁকে কোয়াম্বাটোর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে ভেন্টিলেশন সাপোর্টে রয়েছেন তিনি। আগামী ৪৮ ঘণ্টা খুব গুরুত্বপূর্ণ বলে জানিয়েছেন সেখানেকার মেডিক্যাল বোর্ড।

    তামিলনাড়ু এমডিএমকে-র সাধারণ সম্পাদক দুরই বাইকো রবিবার রাতে হাসপাতালে গণেশমূর্তিকে দেখতে গিয়েছিলেন। তিনি বলেন, ‘দল ওঁকে আগামী বিধানসভা নির্বাচনে প্রার্থী করার কথা ভেবে রেখেছিল। সেই কারণেই লোকসভায় টিকিট দেওয়া হয়নি। কিন্তু উনি চরম পদক্ষেপ নিয়ে ফেললেন। এটি দুর্ভাগ্যজনক।' তামিলনাড়ুর মন্ত্রী এস মুথুসামী, বিজেপি নেতা সি সরস্বতী, এআইএডিএমকে নেতা কে ভি রামলিঙ্গম সহ একাধিক রাজনৈতিক ব্যক্তিত্ব কোয়েম্বাটর হাসপাতালে তাঁকে দেখতে গিয়েছিলেন।

    এদিকে, রবিবার রাতে ১১১ জনের পঞ্চম প্রার্থীতালিকা ঘোষণা করে BJP। সেই তালিকা থেকে বাদ পড়েছে ৩৭ জন বর্তমান সাংসদ। পিলভিট কেন্দ্র থেকে টিকিট ছেঁটে ফেলা হয়েছে বরুণ গান্ধীর।
  • Link to this news (এই সময়)