• ‘চোর দেখার চোখ নেই’, গান বেঁধে তৃণমূল প্রার্থীকে কটাক্ষ অসীমের
    এই সময় | ২৬ মার্চ ২০২৪
  • লোকসভা নির্বাচনে বর্ধমান পূর্ব কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী ঘোষণা করা হয়েছে অসীম সরকারকে। রাজনৈতিক জীবনের পাশাপাশি তিনি বিখ্যাত কবিয়াল। নাম ঘোষণা হওয়ার পর থেকেই প্রচার শুরু করে দিয়েছেন তিনি। স্বাভাবিকভাবেই, তাঁর প্রচারে উঠে এসেছে নতুন গান। গানের মাধ্যমে বিরোধী প্রার্থীকে বিঁধলেন অসীম সরকার।তৃণমূল প্রার্থী মনোরোগ বিশেষজ্ঞ চিকিৎসক শর্মিলা সরকারের উদ্দেশ্যে গান বেঁধে কটাক্ষ করলেন বিজেপি প্রার্থী কবিয়াল তথা গীতিকার অসীম সরকার। রবিবার বর্ধমান পূর্বের বিজেপি প্রার্থী কবিয়াল তথা গীতিকার অসীম সরকারের নাম ঘোষণা করে বিজেপি। এরপর সোমবার দোলের দিন সকালে কালনায় জাপট এলাকায় ভবা পাগলার মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করেন তিনি।

    বর্ধমান পূর্বের তৃণমূল প্রার্থী মনোরোগ বিশেষজ্ঞ শর্মিলা সরকারের উদ্দেশ্যে গান বেঁধে কটাক্ষ ছুড়ে দিলেন অসীম সরকার। তিনি এদিন গানের সুরে বলেন, ‘ও মা শর্মিলা সরকার তুমি নাকি মনোরোগ বিশেষজ্ঞ ডাক্তার, তুমি অদৃশ্য মন দেখতে পার কিন্তু চোর দেখার চোখ নেই।’ গানের মাধ্যমেই বিরোধী প্রার্থী সহ তৃণমূল কংগ্রেসের সমালোচনা করেন তিনি। নতুন গান বেঁধে এভাবেই প্রচারে নতুন মাত্রা যোগ করলেন বিজেপি প্রার্থী।

    এদিনের প্রচারের মাঝেই তিনি কালনার ১০৮ শিব মন্দির হাজির হন। সেখান থেকে কর্মীদের সঙ্গে বৈঠক করেন। কালনা শহরের বিজেপি কর্মীদের নিয়ে তিনি এদিন দোল খেলেন। হাজির ছিলেন কাটোয়া সাংগঠনিক জেলার সভাপতি গোপাল চট্টোপাধ্যায় সহ বিজেপি কর্মী সমর্থকরা।

    একসময় সিপিএমের গড় ছিল এই বর্ধমান। পরবর্তীকালে ২০১৪ সালে এই কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী সুনীল কুমার মণ্ডল জয়ী হন। গতবারের লোকসভা আসনেও সুনীল কুমার মণ্ডল তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি বিজেপির পরেশ চন্দ্র দাসকে হারিয়ে দেন লক্ষাধিক ভোট। তবে এবার দুটি দলের তরফেই প্রার্থী ঘোষণা করা হয়েছে। তৃণমূল কংগ্রেসের তরফে এবার এই কেন্দ্রে প্রার্থী করা হয়েছে ডঃ শর্মিলা সরকারকে। অন্যদিক, বিজেপির তরফেও এই কেন্দ্রে উত্তর ২৪ পরগনা জেলার বিধায়ক অসীম সরকারকে প্রার্থী করে পাঠানো হয়েছে বর্ধমান। গত বিধানসভা নির্বাচনে এই কেন্দ্রের অধীনে থাকা সব কয়টি বিধানসভা আসনেই জয়লাভ করেছিল তৃণমূল কংগ্রেস। সেক্ষেত্রে লোকসভা নির্বাচনেও এই কেন্দ্রে অনেকটাই এগিয়ে থাকবে বলেই ধারণা রাজনৈতিক মহলে।
  • Link to this news (এই সময়)