• আইপিএলের পুরো সূচি প্রকাশিত, ফাইনাল ২৬ মে, কলকাতায় কবে খেলবেন কোহলিরা' ...
    আজকাল | ২৬ মার্চ ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: আইপিএলের পূর্ণাঙ্গ সূচি ঘোষণা করল বোর্ড। হোলির দিন সন্ধেয় কোটিপতি লিগের পুরো সূচি ঘোষিত হল। লোকসভা নির্বাচনের দিনক্ষণের কথা মাথায় রেখেই দ্বিতীয় দফায় সূচি প্রকাশিত হল। দ্বিতীয় পর্বে এপ্রিলে পাঁচটি ম্যাচ ইডেনে খেলবে নাইটরা। কলকাতা নাইট রাইডার্সের প্রথম ম্যাচ ৮ এপ্রিল চেন্নাইয়ের বিরুদ্ধে ধোনিদের ঘরের মাঠে। কলকাতায় প্রথম ম্যাচ ১৪ এপ্রিল লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে। দু"দিন পর ১৭ মে ঘরের মাঠে রাজস্থানের মুখোমুখি নাইটরা। ২১, ২৬ এবং ২৯ এপ্রিল ইডেনে কেকেআরের ম্যাচ যথাক্রমে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, পাঞ্জাব কিংস এবং দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে। পরের দুটো অ্যাওয়ে ম্যাচ ৩ এবং ৫ মে মুম্বই ও লখনউয়ের বিরুদ্ধে। ১১ মে ইডেনে নাইটদের শেষ ম্যাচ। প্রতিপক্ষ মুম্বই ইন্ডিয়ান্স। ১৩ এবং ১৯ মে কেকেআরের প্রতিপক্ষ গুজরাট এবং রাজস্থান। দুটোই অ্যাওয়ে ম্যাচ। অর্থাৎ ধোনির চেন্নাইয়ের বিরুদ্ধে ইডেনে ম্যাচ নেই কেকেআরের। আইপিএলের উদ্বোধনী ম্যাচের মতো দ্বিতীয় কোয়ালিফায়ার এবং ফাইনাল চেন্নাইয়ে হবে। ২৪ মে চিদম্বরম স্টেডিয়ামে কোয়ালিফায়ার। ২৬ মে ফাইনাল। প্রথম কোয়ালিফায়ার এবং এলিমিনেটর হবে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে। যথাক্রমে ২০ এবং ২১ মে এই দুটো ম্যাচ হবে। দ্বিতীয় পর্বে দিল্লি নিজেদের হোম ম্যাচ অরুণ জেটলি স্টেডিয়ামেই খেলতে পারবে। নিজেদের হোম ম্যাচ ধর্মশালায় খেলবে পাঞ্জাব কিংস। রাজস্থান রয়্যালস দ্বিতীয় হোম গ্রাউন্ড হিসেবে গুয়াহাটিকে বেছেছে। তাঁদের শেষ দুটো হোম ম্যাচ হবে অসমে। ১৯ মে কলকাতার বিরুদ্ধে রাজস্থান গুয়াহাটিতেই খেলবে। সেদিনই লিগ পর্বের শেষ ম্যাচ। 
  • Link to this news (আজকাল)