• প্রার্থী ঘোষণার পরের দিনই সন্দেশখালিতে পোস্টার রেখা পাত্রর বিরুদ্ধে...
    আজকাল | ২৬ মার্চ ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: বসিরহাট লোকসভা কেন্দ্রে এবার সন্দেশখালির আন্দোলনের প্রতিবাদী মুখ রেখা পাত্রকে প্রার্থী করেছে বিজেপি। কিন্তু নাম ঘোষণা হওয়ার পরের দিনই সন্দেশখালিতে পোস্টার দেখা গেল রেখা পাত্রর বিরুদ্ধে। ঘটনায় শাসকদলের দিকে আঙুল উঠলেও তা অস্বীকার করেছে তৃণমূল। সোমবার সকালে সন্দেশখালির বেশ কিছু জায়গায় পোস্টার লক্ষ্য করা গিয়েছে। একটি পোস্টারে লেখা বিজেপি প্রার্থী হিসাবে রেখা পাত্রকে চাইছি না। আবার কোথাও লেখা রয়েছে সন্দেশখালির আন্দোলনকারী মানুষেরা রেখা পাত্রকে চায় না। প্রার্থী তালিকা ঘোষণার পরের দিনই এই পোস্টারকে ঘিরে অস্বস্তিতে বিজেপি। উল্লেখ্য, সন্দেশখালিতে শেখ শাহজাহানের বিরুদ্ধে লড়াইয়ে অন্যতম প্রতিবাদী মুখ ছিলেন রেখা। লোকসভা নির্বাচনে বাংলায় আসন পেতে হলে সন্দেশখালি যে অন্যতম বড় ইস্যু হতে পারে তা আন্দাজ করে বসিরহাট লোকসভা কেন্দ্রে প্রার্থী নির্বাচনে হস্তক্ষেপ করেছিলেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বারাসাতে সভা করতে গিয়ে সন্দেশখালির মহিলাদের সঙ্গে দেখাও করেছিলেন তিনি। সেখানে উপস্থিত ছিলেন রেখা। এরপরেই অঙ্ক কষে সিদ্ধান্ত নেওয়া হয় প্রার্থী করা হবে রেখাকেই। কিন্তু নাম ঘোষণার পরের দিনই পোস্টার কাণ্ডে অস্বস্তিতে ভারতীয় জনতা পার্টি। প্রথম দফার প্রার্থী ঘোষণার সময় আসানসোলে বিজেপি পবন সিংয়ের নাম জানায়। কিন্তু তার পরের দিনই পবন জানান, তিনি লড়তে চান না। এই ধরনের ধাক্কা ফের যাতে না খেতে হয় সে কারণে আগে থেকেই তৎপর হয়েছে স্থানীয় নেতৃত্ব।
  • Link to this news (আজকাল)