রঙ নয়, শুধু জল দিয়ে বসন্তের সংবর্ধনা! কোথায় এমন উদযাপন'
২৪ ঘন্টা | ২৬ মার্চ ২০২৪
বাসুদেব চট্টোপাধ্যায়: দোল উৎসবে এক অন্য চিত্র দেখা গেল আসানসোলে। এই অন্য ছবি দেখা গেল আসানসোলের বার্ণপুরের হাড়ামাডি আদিবাসী পাড়ায়। আদিবাসীদের এই উৎসবের নাম বাহা পরব।
এই উৎসবে কোনো রকমে রঙ ব্যবহার করা হয় না। প্রাকৃতিক সম্পদ ব্যবহার হয়। যেমন, এরা একে অপরকে জল দেন। জল দিয়েই এই বাহা পরব পালিত হয়। প্রসঙ্গত, দেশ জুড়ে দোল উৎসব যখন রঙের উৎসব হিসেবে পালিত হল, বিভিন্ন রকম রঙ ও আবির দিয়ে একে রাঙিয়ে দেওয়া হল, তখন এরকম জল-দোল সত্যিই আলাদা! এদিন আদিবাসীরা বাহা উৎসবে মেতে ওঠেন। এই উৎসবে তাঁরা একে অপরকে জল দিয়ে সংবর্ধনা জানান। তৈরি হয় আনন্দের এক বাতাবরণ। তবে শুধুমাত্র যাদের সঙ্গে হাস্যসম্পর্ক আছে তাঁদেরই এই জল দেওয়ার রীতি। এর পাশাপাশি ধামসা-মাদলের তালে তালে আদিবাসী মহিলারা নৃত্য পরিবেশনও করেন। এ প্রসঙ্গে আদিবাসীরা বলেন, পূর্ব পুরুষেরা যখন বাহা উৎসবের সূচনা করেছিলেন, তখন কোনো রঙের প্রচলন ছিল না। তাই সেই সময়ে জল দিয়ে এই উৎসব পালন করা হত। সেই সময় থেকেই আজ পর্যন্ত সেই নিয়মরীতি মেনেই বাহা পরব পালিত হল। এই বাহা পরবে সামিল হন সব বয়সের আদিবাসী সম্প্রদায়ের মানুষজন। সকলেই একযোগে আনন্দে মেতে ওঠেন, যেমন আজও উঠেছেন। জলের পাশাপাশি এদিন গাছের ফুল-পাতাও এই পরবে ব্যবহার হয়।