• আইপিএলে আরও একটি রেকর্ড কোহলির
    আজকাল | ২৬ মার্চ ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: প্রথম ম্যাচের পর দ্বিতীয় ম্যাচেও নজির বিরাট কোহলির। হোলির রাতে পাঞ্জাব কিংসের বিরুদ্ধে আরও একটি নজির গড়ে ফেললেন তারকা ক্রিকেটার। আইপিএলের প্রথম ম্যাচে ভারতের প্রথম ক্রিকেটার হিসেবে টি-২০ ক্রিকেটে ১২ হাজার রান পূর্ণ করেন কোহলি। এবার ফিল্ডার হিসেবে আরও একটি মাইলস্টোন ছুঁলেন। জনি বেয়ারস্টোর ক্যাচ নেওয়া মাত্র একটি নজির গড়ে ফেললেন। টি-২০ তে এটা কোহলির ১৭৩ তম ক্যাচ। সংক্ষিপ্ত ফরম্যাটের ক্রিকেটে এতগুলো ক্যাচ আর কোনও ভারতীয় ক্রিকেটার নেয়নি। ১৭২টি ক্যাচ নেওয়ার নজির ছিল সুরেশ রায়নার। তাঁর সঙ্গে যৌথভাবে ছিলেন বিরাট। এদিন তাঁকে ছাপিয়ে একনম্বরে চলে গেলেন কোহলি। এই তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন রোহিত শর্মা। টি-২০ তে তাঁর ক্যাচের সংখ্যা ১৬৭। চতুর্থ এবং পঞ্চম স্থানে যথাক্রমে মণীশ পাণ্ডে (১৪৬) এবং সূর্যকুমার যাদব (১৩৬)। পরপর দু"ম্যাচে রেকর্ড। আইপিএলের শুরুটা এবার দারুণ হয়েছে বিরাটের। প্রথম ম্যাচে রান না পেলেও নজির গড়েন। দ্বিতীয় ম্যাচেও আরও একটি মাইলফলক ছুঁলেন। এবারের আইপিএল কি কোহলির হতে চলেছে? সম্প্রতি মেয়েদের আইপিএল জিতেছে আরসিবি। যা তাতিয়ে দিয়েছে কোহলি, ডু"প্লেসিদের। বাকিটা বলবে সময়। 
  • Link to this news (আজকাল)