Arunachal Pradesh China News: 'অরুণাচল প্রদেশ আমাদেরই'! ফের ফোঁস চিনের, 'হাস্যকর' দাবি খারিজ ভারতের
এই সময় | ২৬ মার্চ ২০২৪
অরুণাচল প্রদেশের দখলদারি নিয়ে দীর্ঘ দিন ধরেই টানাপড়েন অব্যাহত ভারত-চিনের মধ্য়ে। সাম্প্রতিক সময়ে বারংবারই অরুণাচল প্রদেশকে নিজেদের দাবি করেছে চিন। যা নিয়ে তুঙ্গে বিতর্ক। সেই রেশ কাটতে না কাটতেই ফের একবার ভারতের অংশকে নিজেদের বলে দাবি করল ড্রাগনের দেশ।যদিও চিনের এই দাবিকে অযৌক্তিক ও হাস্য়কর বলে পাল্টা বার্তা দিয়েছে ভারত। নতুন করে সংঘাতের পথে ভারত ও চিন। গত কয়েক দিন আগেই অরুণাচল প্রদেশ চিনের অবিচ্ছেদ্য অংশ বলে দাবি করেন সেই দেশের প্রতিরক্ষামন্ত্রকের মুখপাত্র কর্নেল জাং শিওয়াজাং।
জায়গাটির নাম 'জাংনান' ছিল বলে তিনি চাঞ্চল্যকর দাবি করেন। চিনের এই দাবির পরেই ভারতের তরফে কড়া বার্তা দেওয়া হয়। বিদেশ মন্ত্রকের তরফে বার্তা দেওয়া হয়, 'অরুণাচল প্রদেশ ভারতেরই অংশ।' কে কী বলল, তাকে কিছু আসে যায় না। বিষয়টি নিয়ে মুখ খোলেন বিদেশমন্ত্রী এস জয়শংকর। চিনের দাবিকে 'হাস্যকর' বলে দাবি করেন তিনি।
আর এরপরেই ফের একবার অরুণাচল প্রদেশকে চিন নিজেদেরবলে দাবি করেছে চিন। যদিও ভারতের বিদেশমন্ত্রী এস জয়শংকর বলেছেন, এই ব্যাপারে ভারতের অবস্থান একেবারেই স্পষ্ট। সীমান্ত নিয়ে দুই পক্ষের আলোচনা চলছে। এই অবস্থায় চিনের এই ধরনের মন্তব্য সম্পূর্ণ হাস্যকর বলে দাবি করেছেন এস জয়শংকর।
উল্লেখ্য, অরুণাচল প্রদেশ নিয়ে চিনের এই ধরনের দাবি নতুন কিছু নয়। এর আগেও একাধিকবার বেজিং অরুণাচল প্রদেশকে নিজেদের অংশ বলে দাবি করেছে। এমনকী সেদেশের তরফে বিশেষ মানচিত্রও প্রকাশ করা হয়েছে। গত ৯ মার্চ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অরুণাচল সফরে গিয়ে চিন সীমান্তবর্তী সেলা গিরিপথের ১৩ হাজার ফুট উচ্চতার দ্বিতীয় সুড়ঙ্গটির উদ্বোধন করেছিলেন। তার পরেই উত্তর-পূর্ব ভারতের ওই রাজ্য ঘিরে চিনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সরকার 'তৎপরতা' বৃদ্ধি করে। সম্প্রতি চিনা পিপল্স লিবারেশন আর্মি (পিএলএ) অরুণাচলকে 'চিনা ভূখণ্ডের অংশ' বলে চিহ্নিত করে।
এই আবহে অরুণাচল প্রদেশ ভারতেরই অংশ। আরও এক বার স্পষ্ট ভাষায় তা জানিয়ে দিল আমেরিকা। আমেরিকার বিদেশ দফতরের মুখপাত্র বেদান্ত পটেল সাংবাদিক বৈঠকে বলেন, 'আমেরিকা অরুণাচল প্রদেশকে ভারতের অংশ হিসাবে স্বীকৃতি দেয়।' একই সঙ্গে তিনি বলেন, 'প্রকৃত নিয়ন্ত্রণরেখা ধরে জবরদখলের মাধ্যমে এলাকা দখলের কোনও একপাক্ষিক চেষ্টা হলে আমরা তার বিরোধিতা করব।' আমেরিকার বার্তা স্পষ্টতই বেজিংয়ের কাছে বড় ধাক্কা। তবে বিষয়টি মানতে নারাজ চিন। ফের একবার অরুণাচল প্রদেশকে নিজেদের বলে দাবি করে উত্তেজনা ছড়ানোর চেষ্টা করছে ড্রাগনের দেশ। পাল্টা জবাব দিতে ছাড়েনি ভারতও।