Varanasi Lok Sabha : একদা সংঘ পরিবারের সদস্য! বারাণসীতে ফের মোদীর বিপক্ষে হাতের বাজি 'হেরো' অজয়
এই সময় | ২৬ মার্চ ২০২৪
উত্তর প্রদেশের সবথেকে হট সিট বারাণসী। গঙ্গা নদীর তীরে অবস্থিত অতি প্রাচীণ শহর বারাণসীর রাজনৈতিক গুরুত্বও অপরিসীম। বাবা বিশ্বনাথের মন্দির এবং কাশীর ঘাট ছাড়াও বারাণসী এখন রাজনৈতিক পরিসরে চর্চার কেন্দ্রবিন্দুতে। বিগত ১০ বছর ধরে এটি প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদীর লোকসভা কেন্দ্র হিসেবেও জনপ্রিয়। এবারের লোকসভা নির্বাচনেও সেখানকার প্রার্থী তিনি। তবে তাঁর বিপরীতে কে? ৫৬ ইঞ্চির ছাতিকে চ্যালেঞ্জ জানিয়ে সিংহের গুহায় নামছেন কোন নেতা?কংগ্রেসের প্রার্থী 'বাহুবলী' নেতা২০১৪ এবং ২০১৯ সালে রেকর্ড ভোটে বারাণসী কেন্দ্র থেকে জয় পেয়েছিলেন নরেন্দ্র মোদী। যথাক্রমে অরবিন্দ কেজরিওয়াল এবং অজয় রায়কে পর পর দু'বার পরাজিত করেন তিনি। তা সত্ত্বেও ফের একবার বারাণসী কেন্দ্র থেকে সেই অজয় রায়কেই লোকসভার প্রার্থী করেছে কংগ্রেস।
২০২৪ সালের লোকসভা নির্বাচনেও বিশ্বের নজর বারাণসী কেন্দ্রে। অজয় রায়ের উপর এবারও ভরসা রেখেছে কংগ্রেস হাইকমান্ড। তিনি এবার INDIA সমর্থিত কংগ্রেস প্রার্থী। বারাণসী কেন্দ্র থেকে নরেন্দ্র মোদীকে পরাজিত করার বড় চ্যালেঞ্জ এখন তাঁর কাঁধে। তিনি বর্তমানে উত্তর প্রদেশে কংগ্রেস সভাপতি পদ সামলান।
ভূমিপুত্র বনাম কাশীর ছেলেনিজেকে কাশীর ছেলে হিসেবে পরিচয় দেন অজয় রায়। আদতেই তিনি সেখানকার ভূমিপুত্র। ২০১৪ সালে যখন কাশী থেকে মনোনয়ন জমা করেছিলেন, নরেন্দ্র মোদী বলেছিলেন, 'মা গঙ্গা আমায় ডেকেছেন।' বিগত ১০ বছরে তিনি বারাণসীর আপন হয়ে ওঠার চেষ্টা করেছেন। তিনিও নিজেকে কাশীর ছেলে বলেই উল্লেখ করেন। ফলে কাশীর দুই ছেলের মধ্যে হাড্ডাহাড্ডি ম্যাচ দেখার অপেক্ষায় রয়েছে জনতা। আগামী ১ জুন, লোকসভা নির্বাচনের একেবারে শেষ দফায় হবে বারাণসী কেন্দ্রের ভোট। তবে এখন থেকেই এই কেন্দ্র নিয়ে উৎসাহ, উদ্দীপনা তুঙ্গে।
অজয় রাই একটা সময় RSS-এর সদস্য ছিলেন। এই নিয়ে বারাণসী চতুর্থবার লড়াই করতে চলেছেন তিনি। কিন্তু, পর পর তিন লোকসভা ভোটে হেরেছেন। ২০১৪ এবং ২০১৯ সালে নরেন্দ্র মোদীর কাছে বড় ব্যবধানে হারেন তিনি। ২০১৯ সালে প্রায় পাঁচ লাখ ভোটে জিতেছিলেন নরেন্দ্র মোদী। ২০১৪ সালে অজয় রায় ১ লাখ ভোটও পাননি। জামানত জব্দ হয় তাঁর। ২০০৯ সালে অজয় রায় সমাজবাদী পার্টির টিকিটে ভোটে লড়েছিলেন। সেবার BJP প্রার্থী মুরলি মনোহর জোশির কাছে পরাজিত হন। মাফিয়া মুক্তার আনসারিও সেবার ভোটে লড়েছিলেন। তাঁর চেয়েও কম ভোট পেয়েছিলেন অজয় রাই।
বারাণসীতে কেমন হবে লড়াই?২০২৪ সালে লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয়ে গিয়েছে। গোটা দেশের মতো উত্তর প্রদেশেও সাত দফায় হবে নির্বাচন। বারাণসীতে ভোট হবে শেষ দফা অর্থাৎ ১ জুন। ফলপ্রকাশ হবে ৪ জুন। তৃতীয়বারের জন্য এই কেন্দ্রের প্রার্থী নরেন্দ্র মোদী। তাঁর মুখোমুখি হবেন কংগ্রেস প্রার্থী অজয় রাই। এ বার উত্তর প্রদেশে সমাজবাদী পার্টি এবং কংগ্রেসের আসন সমঝোতা হওয়ায় তাদের ভোটও পাবেন অজয় রাই। ফলে তাঁর পরিস্থিতি ২০১৯ সালের তুলনায় অনেকটাই মজবুত বলে মনে করছে ইন্ডিয়া জোট।