• Kangana Ranaut News : কঙ্গনাকে যৌনকর্মীর সঙ্গে তুলনা! কংগ্রেস নেত্রীর বিরুদ্ধে নির্বাচন কমিশনে নালিশ
    এই সময় | ২৬ মার্চ ২০২৪
  • কঙ্গনা রানাউতকে নিয়ে আপত্তিজনক মন্তব্য করে বিপাকে পড়লেন কংগ্রেস নেত্রী সুপ্রিয়া শ্রীনেত। BJP নেতা এবং খোদ অভিনেত্রীর সপাট জবাবের পর এবার জাতীয় মহিলা কমিশনের পক্ষ থেকেও এই বিষয়ে হস্তক্ষেপ করা হয়েছে।জাতীয় মহিলা কমিশনের (NCW) পক্ষ থেকে সুপ্রিয়া শ্রীনেতের বিরুদ্ধে অভিযোগ জানিয়ে নির্বাচন কমিশনে একটি চিঠি দেওয়া হয়েছে। NCW অধ্যক্ষ রেখা শর্মা বলেন, 'আমি বিষয়টি নিয়ে নির্বাচন কমিশনে চিঠি লিখেছি। সুপ্রিয়া শ্রীনেত ছাড়াও গুজরাটের কিষাণ কংগ্রেস নেতা এইচ এস অহীরও কঙ্গনা রানাউত সম্পর্কে অশালীন কটুক্তি করেছেন।'

    বিপাকে সুপ্রিয়া শ্রীনেতজাতীয় মহিলা কমিশনের পক্ষ থেকে এক্স হ্যান্ডেল পোস্টে উল্লেখ করা হয়েছে, সুপ্রিয়া শ্রীনেত, এইচ এস অহীরের মন্তব্য শালীনতার মাত্রা ছাড়িয়ে গিয়েছে। এইচ এস অহীর মাণ্ডি এবং কঙ্গনা রানাউত সম্পর্কে অত্যন্ত অসম্মানজনক মন্তব্য করেছেন। এই ধরণের ব্যবহার অনুচিত। এগুলি মহিলাদের মর্যাদাহানি করছে। নির্বাচন কমিশনে চিঠি লিখে রেখা শর্মা দু'জনের বিরুদ্ধে অবিলম্বে অ্যাকশন নেওয়ার আর্জি রেখেছেন।

    কঙ্গনার সমর্থনে রেখা শর্মাBJP নেতা তজিন্দর বগ্গার তরফে জাতীয় মহিলা কমিশনের রেখা শর্মার দৃষ্টি আকর্ষণ করা হয় এই মামলায়। এরপরই নিজের সোশ্যাল মিডিয়ায় অ্যাকাউন্টে একটি প্রতিক্রিয়া দেন রেখা শর্মা। তিনি বলেন, 'কঙ্গনা রানাউত আপনি একজন যোদ্ধা। আপনি তারকা। যারা নিজেরা অস্বস্তি অনুভব করেন তারাই এই ধরণের মন্তব্য করে। আপনি এমনটাই উজ্জ্বল থাকুন। আমার শুভকামনা আপনার সঙ্গে রয়েছে। আমি নির্বাচন কমিশনে বিষয়টি নিয়ে চিঠি লিখছি।'

    ফুঁসে উঠলেন শর্মিষ্ঠা মুখোপাধ্যায়গোটা ঘটনা নিয়ে প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের কন্যা শর্মিষ্ঠা সরব হয়েছেন। তিনি বলেন, 'কংগ্রেসের আদর্শ বলে আর কিছু নেই। এই কংগ্রেস হল, রাহুলের কংগ্রেস গ্যাং। সুপ্রিয়া শ্রীনেতা কিন্তু বলেননি তাঁর অ্যাকাউন্ট হ্যাক হয়েছে। তিনি বলেছেন তাঁর অ্যাকাউন্টে যাদের অ্যাকসেস রয়েছে তারা করে থাকতে পারেন এমনটা। অ্যাকসেস কাকে দেওয়া হয়? বিশ্বস্ত এবং কাছের লোকেদেরই তো? নারী ন্যায়ের কথা বলছে কংগ্রেস। ওটা আসলে হিপোক্রেটদের ফাঁপা স্লোগান।'

    ঠিক কী বলেছিলেন সুপ্রিয়া শ্রীনেত?কঙ্গনার একটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করে কংগ্রেস নেত্রী বলেন, 'ক্যায় ভাও চল রহা হ্যায় মাণ্ডি মে কই বাতায়েগা?' যার বাংলা তর্জমা করলে দাঁড়ায়, 'মাণ্ডিতে এখন কত দর চলছে বলতে পারেন কেউ?' যদিও পরে তিনি নিজেই বিতর্কের মুখে পোস্টটি ডিলিট করে দেন।
  • Link to this news (এই সময়)