• বড়ি তৈরির জন্য টাকার প্রয়োজনে ৯ বছরের শিশুকে অপহরণ, খুন
    আজকাল | ২৬ মার্চ ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: বাড়ি তৈরির জন্য প্রয়োজন টাকার। আর সেই টাকার জন্যই পরিকল্পনা করে অপহরণ করা হয়েছিল পাড়ারই ৯ বছরের ইবাদকে। খুনও করা হয় তাকে। হাড়হিম করা এই ঘটনা ঘটেছে মহারাষ্ট্রের থানেতে। থানের বদলাপুরের গোরেগাঁও গ্রামে রবিবার রাতে মসজিদ থেকে প্রার্থনা সেরে বেরিয়েছিল ইবাদ। আচমকা পাড়ার দর্জি সলমন তাকে অপহরণ করে। ভরে রাখে বস্তার ভেতর। সন্ধের পরেও ইবাদ বাড়ি না ফেরায় তার পরিবারের লোকজন খোঁজ শুরু করে। এই পরিস্থিতিতে তার বাবার কাছে ছেলের মুক্তিপণ দাবি করে ফোন আসে। জানা গিয়েছে কিছু বোঝার আগেই ফোন কেটে যায়, এবং পরেও একাধিকবার পৃথক পৃথক নম্বর থেকে ফোন আসে মুক্তিপণ দাবিতে। পুলিশ-প্রতিবেশী সকলেই খোঁজ শুরু করে। সোমবার পুলিশ সিম কার্ডের লোকেশন ধরে এগোলে, একটি বাড়ির পিছনের দিকে বস্তার ভেতর ইবাদের দেহ উদ্ধার হয়। পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। তার এই নির্মম পরিকল্পনার পিছনের ঘটনা জেনেছে জিজ্ঞাসাবাদে। সলমনের পাশাপাশি তার ভাই সাফুয়ানকেও অপহরণ এবং হত্যা মামলায় জড়িয়ে থাকার কারণে গ্রেপ্তার করেছে পুলিশ। সলমন বাড়ি তৈরি করতে ২৩ লক্ষ টাকার জন্য এই গোটা পরিকল্পনা করেছিল বলে জানা গিয়েছে।
  • Link to this news (আজকাল)