BJP Election Candidate : তাপসের 'ভাইপো'-র উপর গুরুদায়িত্ব , কোন অঙ্কে BJP-র প্রার্থী সজল?
এই সময় | ২৬ মার্চ ২০২৪
তাঁর ভাগ্যে শিকে ছেঁড়া নিয়ে বিভিন্ন মহলে নানান আলোচনা চলছিল। লোকসভা নির্বাচনে প্রার্থী নিয়ে বিজেপির অন্দরের আলোচনাতেও সজল ঘোষের নাম উঠে এসেছে বিভিন্ন সময়। কিন্তু, তালিকায় নাম ছিল না কলকাতা পুরসভার এই কাউন্সিলরের। তবে এবার তাঁকে বড় দায়িত্ব দিল বিজেপি।তিনি কলকাতা পুরসভার প্রাক্তন কাউন্সিলর প্রদীপ ঘোষের ছেলে এবং সন্তোষ মিত্র স্কোয়ারের দুর্গাপুজোর অন্যতম উদ্যোক্তা। ২০২১ সালে তাঁর গ্রেফতারি নিয়ে রীতিমতো হইচই পড়ে গিয়েছিল। এরপর বঙ্গ রাজনীতিতে বিভিন্ন সময় চর্চায় থেকেছেন সজল ঘোষ। তিনি কলকাতা পুরসভার কাউন্সিলরও বটে। এবার সেই সজল ঘোষকে আরও বড় দায়িত্ব দিল বিজেপি।
তাপস রায়ের বিজেপিতে যোগদানের জল্পনা যখন তুঙ্গে সেই সময় তাঁর বাড়িতে গিয়েছিলেন বিজেপি কাউন্সিলর সজল ঘোষ। বলেছিলেন, 'কাকু'-কে প্রণাম করে এসেছেন। সজল বলেছিলেন, 'তাপসকাকু আমার রাজনৈতিক গুরু। অসামাজিক কাজের জন্য দল ছেড়েছেন তিনি। ওঁকে প্রণাম করে এলাম।' এরপর রাজনৈতিক জল অনেক দূর গড়িয়েছে। তাপস রায় বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়ে যোগদান করেছেন বিজেপিতে। এরপরেই সেখানে উপনির্বাচনের ডঙ্কা।
লোকসভা নির্বাচনের প্রার্থী হিসেবে নাম উঠে আসছিল সজল ঘোষের। কিন্তু, তালিকায় নাম না থাকা নিয়ে রীতিমতো কটাক্ষ শোনা গিয়েছিল রাজ্যের শাসক দলের নেতাদের একাংশের কণ্ঠে। এবার সেই সজলের নাম উপনির্বাচনে প্রার্থী তালিকায় থাকা গেরুয়া শিবিরের ‘মাস্ট্রারস্ট্রোক’ বলে দাবি রাজনৈতিক মহলের একাংশের।
কোন অঙ্কে তাপসের ছেড়ে যাওয়া আসনে প্রার্থী সজল? ওয়াকিবহাল মহলের একাংশের মতে, ২০২১ সালে গ্রেফতারির পর লাইমলাইট-এ থেকে এসেছেন সজল। পুজোর উদ্যোক্তা হওয়ার সুবাদে তাঁর আলাদা একটা জনপ্রিয়তা রয়েছে। পাশাপাশি কাউন্সিলর হিসেবেও সক্রিয় তিনি।
তবে ওয়াকিবহাল মহলের একাংশের দাবি, এই আসন তৃণমূলেরই ছিল। তাপস রায় ইস্তফা দেওয়ায় উপনির্বাচন। পাশাপাশি কাকে তৃণমূল প্রার্থী করে তার উপরে অনেকগুলো ফ্যাক্টর নির্ভর করতে চলেছে বলে মনে করা হচ্ছে।
আগামী ১ জুন সপ্তম দফায় বরানগরে অনুষ্ঠিত হতে চলেছে উপনির্বাচন। এখনও পর্যন্ত সংশ্লিষ্ট কেন্দ্রে কোনও প্রার্থী ঘোষণা করেনি তৃণমূল। সজল ঘোষের নাম ঘোষণার পরেই উচ্ছ্বাস তাঁর অনুগামীদের একাংশের মধ্যে। তাঁদের কথায়, তাপস রায়ের সঙ্গে সুসম্পর্ক রয়েছে সজলের। তাঁকে নিজের রাজনৈতিক গুরু মানেন এই কাউন্সিলর। ফলে প্রচারে অনেকটাই সুবিধে পেতে পারেন সজল।