• Lok Sabha Election 2024: তালিকায় বাংলার ২ আসন, কোন কোন কেন্দ্রে NDA ও INDIA-র হাড্ডাহাড্ডি লড়াই?
    এই সময় | ২৬ মার্চ ২০২৪
  • লোকসভা নির্বাচনকে পাখির চোখ করে এগোচ্ছে শাসক-বিরোধী দুই শিবিরই। ভোটের দামামা বাজার অনেক আগে থেকেই ময়দানে ঝাঁপিয়েছে রাজনৈতিক দলগুলি। বিজেপি-কংগ্রেসের 'স্টেজ' মোটামুটি প্রস্তুত।বিরোধীদের জোট শেষ পর্যন্ত ফলপ্রসূ হোক না হোক, তৃতীয় বার ক্ষমতায় ফিরতে এখন থেকেই ঝাঁপাচ্ছেন নরেন্দ্র মোদী, অমিত শাহরা। বিরোধীদের জবাব দিতেইশক্তি জাহির করতে এনডিএ-র একাধিক রণকৌশল নিয়েছে। শুরুতেই কর্মী-সমর্থদের টার্গেট বেঁধে দিয়েছেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবার ৩৭০ আসনের জয়ের টার্গেট বিজেপির। তবে বছরের শুরুতে যে বিরোধী জোটের অস্তিত্ব নিয়ে প্রশ্ন উঠছিল, সেই জোট এখন বেশ সংঘবদ্ধ শক্তি। শাসকদলকে কুর্সিচ্যুত করতে স্ট্র্যাটেজি সাজাতে মরিয়া তারাও। লোকসভা ভোট যতই এগিয়ে আসছে ততই চড়ছে উত্তেজনার পারদ। এক অপরের বিপরীতে 'এক সে বড় কর এক' প্রার্থীতে জোর শাসক-বিরোধী দুই শিবিরের। লোকসভায় যে ক'টি আসনে জমজমাট লড়াই দেখতে অপেক্ষা করছে দেশবাসী-

    নরেন্দ্র মোদী ভার্সেস অজয় রাই (বারাণসী)

    উত্তর প্রদেশের বারণাসীতে ফের বিজেপির ভরসা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীই। অন্যদিকে, মোদীর বিরুদ্ধে কংগ্রেস প্রার্থী করেছে অজয় রাইকে। এই নিয়ে তৃতীয় বার মোদীর বিরুদ্ধে দাঁড়াচ্ছেন অজয়। উত্তরপ্রদেশ কংগ্রেসের প্রধান এই অজয় রাইকেই আগের দু'টি লোকসভা নির্বাচনে (২০১৪ এবং ২০১৯) প্রার্থী করেছিল কংগ্রেস। ঘটনাচক্রে, দু'টি নির্বাচনেই তাঁর প্রতিদ্বন্দ্বী ছিলেন মোদী। আর সেই দুটটি নির্বাচনেই মোদীর কাছে হেরে গিয়েছিলেন অজয়। তবে এবারও অজয়ের উপর ভরসা রেখেছে 'হাত'। ২০১৯ সালে এই আসন থেকে সমাজবাদী পার্টির বাজি ছিলেন সালিনি যাদব। নিকটবর্তী প্রতিদ্বন্দ্বি প্রার্থী সালিনিকে মোদী হারিয়েছেন চার লাখেরও বেশি ভোটে।

    রাজীব চন্দ্রশেখর ভার্সেস শশী থারুর (তিরুবনন্তপুরম)

    কোনওবারই 'হাত'-কে হতাশ করেননি বর্ষীয়ান নেতা শশী। তাই এবারও তাঁর উপরেই 'চোখ বুজে' ভরসা কংগ্রেসের। এবারও তাঁকে তিরুবনন্তপুরম থেকে টিকিট দিয়েছে রাহুল-সোনিয়ার দল। ২০০৯ সাল থেকে এই আসনে জয়ের ধারা অব্যাহত রেখেছেন শশী। শশীর বিপরীতে বিজেপির বাজি মন্ত্রী তথা বর্ষীয়ান গেরুয়া নেতা রাজীব চন্দ্রশেখর।

    অভিজিৎ গঙ্গোপাধ্যায় বনাম দেবাংশু ভট্টাচার্য (তমলুক)

    প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ভার্সাস দেবাংশু ভট্টাচার্য। আসন্ন লোকসভা নির্বাচনে বাংলার হাইভোল্টেজ কেন্দ্রগুলির মধ্যে একটি নিঃসন্দেহে তমলুক। দেবাংশুর প্রতিদ্বন্দ্বী প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় রাজনীতিতে নবাগত হলেও জীবনে তাঁর অভিজ্ঞতা প্রচুর। তাই এবারের লোকসভায় দেবাংশু বনাম অভিজিৎ গঙ্গোপাধ্যায় ফাইট দেখতে যে তমলুক তথা গোটা বাংলার মানুষ মুখিয়ে থাকবে তা বলার অপেক্ষা রাখে না।

    Debangshu Bhattacharya : 'ভালো মানুষের সমর্থনে আমরা জিতছি', মহিষাদলে মন্তব্য় দেবাংশুর

    কে সুরেন্দ্রান বনাম রাহুল গান্ধী (ওয়ানাড)

    ওয়ানাড কংগ্রেসের শক্ত ঘাঁটি। ২০০৯ সাল থেকে কংগ্রেসের যথেষ্ট প্রভাব রয়েছে এই আসনে। এই কেন্দ্র থেকেই ২০১৯ সালে রাহুল গান্ধী জিতেছিলেন। লোকসভা নির্বাচনে রাহুল গান্ধী বিপরীতে ওয়ানাডে বিজেপির মুখ কে সুরেন্দ্রন। তাঁর সঙ্গেই এবার 'টক্কর' রাহুলের। ২০১৯ সালে আলাপুজা লোকসভা আসনে বিজেপি প্রার্থী করেছিল সুরেন্দ্রনকে। তবে সেবার হেরে যান। অন্য়দিকে, ওয়ানাড থেকে জিতলেও আমেঠিতে কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানির বিপরীতে লড়াই করে পরাজিত হন রাহুল।

    অধীর চৌধুরী বনাম ইউসুফ পাঠান (বহরমপুর)

    বহরমপুর লোকসভা আসন লোকসভা ভোটের লড়াইয়ে এবার অন্যতম নজরকাড়া কেন্দ্র। অধীর চৌধুরীর গড়ে ফুল ফোটাতে তৃণমূল কংগ্রেস এবার হাতিয়ার করেছে বিখ্যাত ক্রিকেটার ইউসুফ পাঠানকে। ২০২১ বিধানসভা ভোটের ফলে এই জেলায় ভাল ফল তৃণমূল কংগ্রেসের। যদিও লোকসভায় বরাবর অধীরের প্রতি আস্থা রেখেছেন এখানের মানুষ। এই অবস্থায় অধীর বনাম ইউসুফের এবারের লড়াই জমজমাট।
  • Link to this news (এই সময়)