• দাদার হয়ে প্রচারে আসবেন ইরফান পাঠান? আরও বড় চমক অপেক্ষায়, আশ্বাস ইউসুফের
    এই সময় | ২৬ মার্চ ২০২৪
  • ক্রিকেটের মাঠে দুই ভাইকে দেখা গিয়েছে একাধিকবার। বল-ব্যাটের লড়াইয়ে একের পর এক রেকর্ড ভেঙেছেন তাঁরা। এবার নির্বাচনী লড়াইয়েও কি প্রিয় দাদা পাশে দেখা যাবে ইরফান পাঠানকে? দাদার প্রচারে আসবেন ভাই, কী জানালেন বহরমপুর কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী ইউসুফ পাঠান?অধীর গড়ে নয়া রেকর্ড গড়তে এবার ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন সদস্য ইউসুফ পাঠানের কাঁধেই দায়িত্ব দিয়েছে তৃণমূল কংগ্রেস। ইতিমধ্যে প্রচারে ঝড় তুলতে শুরু করে দিয়েছেন তিনি। জনসাধারণের ভিড় উপচে পড়ছে তাঁর প্রচার কর্মসূচিতে। তবে সেটা ভোট বাক্সে কতোটা প্রতিফলিত হবে, সেটা সময়ই বলবে। তবে গোটা বহরমপুর জুড়ে ইউসুফকে নিয়ে প্রচারে খামতি রাখতে চাইছে না দল। সেই প্রচারে এবার কি আরেক জনপ্রিয় ক্রিকেটার ইরফান পাঠানকে দেখা যাবে?

    সোমবার দোলের দিন বহরমপুরের একাধিক জায়গায় প্রচার সারেন ইউসুফ। দলীয় নেতৃত্বকে সঙ্গে নিয়ে বসন্ত উৎসবে যোগ দেন। এর মাঝেই বহরমপুর পুরসভার ১৮ নম্বর ওয়ার্ডে রতন শিশু উদ্যানে এসে ইউসুফ জানান, তাঁর ভাই ইরফান পাঠান বর্তমানে আইপিএল নিয়ে ব্যস্ত রয়েছেন। তবে, সেখান থেকে কিছুটা ফুরসৎ পেলেই তিনিও প্রচারে আসবেন। শুধু তাই নয়, ভারতীয় ক্রিকেট দলের অনেক সদস্যই প্রচারে আসতে পারেন বলে জানান ইউসুফ।

    ইউসুফ বলেন, ‘আমি এখানে পাঁচ বছর থাকব, সেই সময় বহু ক্রিকেটারকে এখানে আনব। এই জেলার মানুষকে বহু ক্রিকেটারকে দেখার সুযোগ করে দেব।’ আইপিএল টুর্নামেন্ট বহরমপুর লোকসভা কেন্দ্রের যুব সমাজের আশাভঙ্গ করেছে। ক্রিকেট প্রেমীরা ইউসুফ খানের প্রচারে জাতীয় দলের বেশ কয়েকজন ক্রিকেটারদের কাছ থেকে দেখতে প্রতিক্ষার প্রহর গুনছিল। সমর্থকদের আশা জিইয়ে রাখলেন ইউসুফ।

    Yusuf Pathan Lok Sabha: অধীরের বহরমপুর ভোট ময়দানে ডেবিউ প্রাক্তন ক্রিকেটার ইউসুফের

    টানা পাঁচ বার এই আসন থেকে বিরোধী প্রার্থীদের দাঁড়াতে দেননি কংগ্রেস সাংসদ অধীর রঞ্জন চৌধুরী। অধীর দুর্গে ফাটল ধরাতে এবার বড় বাজি তৃণমূলের। একটি জনসভা থেকে তৃণমূল কংগ্রেসের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজেই দাবি করেছেন, এখানে অধীর চৌধুরীকে হারাতে নয়, বহরমপুর আসন জেতাটাই তাঁদের মূল লক্ষ্য।

    সেই লক্ষ্যে এই আসনে কোমর বেধে নেমেছে জেলা তৃণমূল কংগ্রেস। এই কেন্দ্রে অধীর রঞ্জন চৌধুরীর নাম ঘোষণা হয়ে গেলেও তাঁকে সেভাবে প্রচারে দেখা যায়নি। তবে শুরু থেকেই টানা জনসংযোগ রয়েছেন ইউসুফ। একদিকে, মুসলিমদের সম্প্রদায়ের রোজা পালন, অন্যদিকে দোল উৎসব সমস্ত অনুষ্ঠানেই মানুষের মাঝে গিয়ে হাজির হচ্ছেন ক্রিকেটের বিধ্বংসী ফিনিশার।
  • Link to this news (এই সময়)