• ‌পৃথিবীর দিকে ধেয়ে আসছে মাউন্ট এভারেস্ট আকারের ধূমকেতু...
    আজকাল | ২৬ মার্চ ২০২৪
  • ‌আজকাল ওয়েবডেস্ক:‌ পৃথিবীর দিকে ধেয়ে আসছে মাউন্ট এভারেস্টের আকারের একটি ধূমকেতু। আগামী কয়েক সপ্তাহের মধ্যে পৃথিবীর খুব কাছাকাছি চলে আসতে যাচ্ছে। প্রায় এক শতাব্দীর মধ্যে এটি প্রথমবারের মতো পৃথিবীর কাছাকাছি আসবে। এটি খালি চোখেও দৃশ্যমান হবে। ধূমকেতুটি ১২পি/পন্স-ব্রুক্স নামে পরিচিত। এর অপর নাম ডেভিল ধূমকেতু। এর পৃষ্ঠে বরফ এবং গ্যাসের একটি শিং–আকৃতির বিস্ফোরণের পর থেকে এই নাম রাখা হয়েছে। ধূমকেতুটি ২১ এপ্রিল সূর্যের খুব কাছাকাছি পৌঁছে যাবে। প্রায় এই সময়ে এটি আকাশে উজ্জ্বল হতে শুরু করবে। এটি ২ জুন পৃথিবীর খুব কাছে আসবে। এই সময়ে পৃথিবী থেকে এর দূরত্ব হবে ১৪৪ মিলিয়ন মাইল। ধূমকেতু ১২পি/পন্স-ব্রুক্স পর্যায়ক্রমে পৃথিবীর কাছে আসে। সূর্যকে প্রদক্ষিণ করে একটি ধূমকেতু প্রতি ৭০ বছরে সৌরজগতে প্রবেশ করে। জ্যোতির্বিজ্ঞানী জিন-লুই পন্স ১৮১২ সালে প্রথম ধূমকেতু আবিষ্কার করেন। শেষবার ধূমকেতু সূর্যের কাছাকাছি এসেছিল ১৯৫৪ সালে। এরপর ২০৯৫ সালে এটি আবার সূর্যের কাছাকাছি আসতে পারে। ধূমকেতুটি ২১ এপ্রিলের মধ্যে বৃষ রাশিতে আবির্ভূত হবে। তারপর এটি উত্তর গোলার্ধ থেকে সন্ধ্যায় সবচেয়ে ভাল দৃশ্যমান হবে। এই সময়ে এটি পশ্চিম এবং উত্তর-পশ্চিম দিগন্তের কাছাকাছি উপস্থিত হবে।
  • Link to this news (আজকাল)