• ফিনিশার কার্তিক, কোহলির দাপটে প্রথম জয় পেল আরসিবি
    আজকাল | ২৬ মার্চ ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: আরসিবির ইনিংসের প্রথম বলেই স্লিপে ক্যাচ ফেলেন জনি বেয়ারস্টো।‌ তখনই ম্যাচ হাতছাড়া হয়ে যায়। হোলির রাতে ম্যাচের ভাগ্য লিখলেন বিরাট কোহলি। বুঝিয়ে দিলেন টি-২০ বিশ্বকাপে তাঁকে বাদ দিয়ে দল গড়া হবে মূর্খামি। দলের জয় পর্যন্ত না থাকতে পারলেও চিন্ন‌স্বামী স্টেডিয়ামে একাই জেতালেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে। শেষদিকে ম্যাচ শেষ করেন দীনেশ কার্তিক। ৪৯ বলে ৭৭ রান করে আউট হন বিরাট। ইনিংসে ছিল ২টি ছয় এবং ১১টি চার। স্ট্রাইক রেট ১৫৭.১৪। এরপরও কি বলা যাবে ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটে এখন অচল কোহলি? প্রথমে ব্যাট করে ৬ উইকেট হারিয়ে ১৭৬ রান করে পাঞ্জাব কিংস। ১৯.২ ওভারে জয়সূচক রানে পৌঁছে যায় আরসিবি। ৪ বল বাকি থাকতে ৪ উইকেটে জিতল বেঙ্গালুরু। শেষদিকে দলকে জয়ে পৌঁছে দেন দীনেশ কার্তিক এবং মহিপাল লোমরোর। শেষ ওভারে প্রয়োজন ছিল ১০ রান। টি-২০ তে এই লক্ষ্য এখন কিছুই না। কিন্তু অনেকেরই নার্ভ ফেল করে। তবে নিজেকে আরও একবার ফিনিশার হিসেবে প্রমাণ করলেন কার্তিক। প্রথম দুটো বলে ছক্কা এবং চার হাঁকিয়ে ম্যাচ শেষ করেন। সাত নম্বরে নেমে ১০ বলে ২৮ রান। তারমধ্যে রয়েছে ২টি ছয়, ৩টি চার। কোহলি এবং কার্তিক ছাড়া বাকিরা ব্যর্থ। রান পাননি ফাফ ডু"প্লেসি (৩), ক্যামেরুন গ্রিন (৩), গ্লেন ম্যাক্সওয়েল (৩)। টসে জিতে পাঞ্জাবকে ব্যাট করতে পাঠান আরসিবির অধিনায়ক। একজনও অর্ধশতরান পায়নি। সর্বোচ্চ রান শিখর ধাওয়ানের। ৩৭ বলে ৪৫ করেন পাঞ্জাবের নেতা। শুরুটা ভাল করলেও ২৫ রানে ফেরেন প্রভসিমরান সিং। শেষদিকে স্যাম কারন (২৩), জীতেশ শর্মা (২৭) এবং শশাঙ্ক সিং (২১) দলকে লড়াই করার মতো জায়গায় পৌঁছে দেয়। ২০ ওভারের শেষে ৬ উইকেট হারিয়ে ১৭৬ রান করে পাঞ্জাব। জোড়া উইকেট নেন সিরাজ এবং ম্যাক্সওয়েল। চিন্নস্বামীর ছোট মাঠে এই টার্গেট ধরাছোঁয়ার বাইরে নয়। শুরুতে কয়েকটা উইকেট তুলে নিয়ে আশা জাগায় পাঞ্জাব। কিন্তু বিরাটকে পরাস্ত করতে পারেনি। মাত্র ৩১ বলে ৫০ রানে পৌঁছে যান। দলকে জিতিয়ে মাঠ ছাড়তে না পারলেও তার ৭৭ রান কার্তিকের কাজটা সহজ করে দেয়। 
  • Link to this news (আজকাল)