• ফিলিপিন্সে তিন দিনের সফরে ভারতীয় উপকূল রক্ষী বাহিনীর জাহাজ 'সমুদ্র পাহারাদার' ...
    আজকাল | ২৬ মার্চ ২০২৪
  • তীর্থঙ্কর দাস: আশিয়ান রাষ্ট্রের জল দূষণ নিয়ন্ত্রণ করতে তিনদিনের সফরে ভারতীয় উপকূল রক্ষী বাহিনীর জাহাজ "সমুদ্র পাহারাদার"। মূলত দূষণ নিয়ন্ত্রণকারী এই জাহাজকে ২০২৩ সালে পাঠানো হয়েছিল কম্বোডিয়া, মালয়েশিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ড এবং ইন্দোনেশিয়ায়। জানা গিয়েছে, বর্তমানে জাহাজটি ফিলিপিন্সের ম্যানিলা বন্দর, ভিয়েতনামের হো চি মিন বন্দর এবং ব্রুনেইয়ের মুয়ারা বন্দরের সঙ্গে যোগাযোগ রেখে পরিদর্শন চালাচ্ছে। জাহাজটিতে সমুদ্র দূষণ নিয়ন্ত্রণের যাবতীয় সরঞ্জাম এবং একটি চেতক হেলিকপ্টার রয়েছে। সমুদ্রের মাঝে কোনো জাহাজের ক্ষতি হলে উদ্ধারকার্য চালানোর ক্ষমতাও রয়েছে সমুদ্র পাহারাদারের। ২৫ জন এনসিসি ক্যাডেট রয়েছেন এই জাহাজে। আন্তর্জাতিক স্তরে ভারত সরকারের পুনিত সাগর অভিযানকে ছড়িয়ে দেওয়াই মূল লক্ষ্য এই জাহাজের। ২৫ মার্চ থেকে আগামী ১২ এপ্রিল পর্যন্তভিয়েতনাম, ব্রুনেই এবং ফিলিপিন্সে পরিদর্শন চালাবে এটি। বর্তমানে অ্যাসোসিয়েশন অফ সাউথ ইস্ট এশিয়ান নেশনসের সদস্য ১০ টি রাষ্ট্র। ব্রুনেই, কম্বোডিয়া, ইন্দোনেশিয়া, লাওস, মালয়েশিয়া, মায়ানমার, ফিলিপিন্স, সিঙ্গাপুর, ভিয়েতনাম, এবং থাইল্যান্ড।
  • Link to this news (আজকাল)