• দোলে ঊর্ধ্বমুখী পারদ, জেলায় জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস ...
    আজকাল | ২৬ মার্চ ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: গত কয়েকদিনের স্বস্তি উধাও। সপ্তাহের শুরুতেই ঊর্ধ্বমুখী পারদ। দোলে উষ্ণ আবহাওয়া থাকলেও, জেলায় জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আজ থেকে বাংলা জুড়ে দিন ও রাতের তাপমাত্রা বেশ কিছুটা বাড়বে। আজ উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের কয়েকটি জেলাতে হালকা বৃষ্টি হতে পারে। মঙ্গলবার কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গেই দুর্যোগের ঘনঘটা থাকবে। সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৫.৭ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ ডিগ্রি সেলসিয়াস। আজ দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে। উত্তরবঙ্গে বৃষ্টি চলবে বৃহস্পতিবার পর্যন্ত। অন্যদিকে দক্ষিণবঙ্গের হুগলি, পূর্ব বর্ধমান এবং নদিয়ায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ। বুধবার পর্যন্ত জেলায় জেলায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হতে পারে।
  • Link to this news (আজকাল)