জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বিজেপি উত্তরপ্রদেশের পিলিভিটের বর্তমান সাংসদ বরুণ গান্ধীকে লোকসভা প্রার্থীদের তালিকা থেকে বাদ দেওয়ার পরে, কংগ্রেস তাকে একটি প্রস্তাব দিয়েছে। প্রবীণ কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী মঙ্গলবার বলেছেন যে বরুণ গান্ধী গ্র্যান্ড ওল্ড পার্টিতে যোগ দেওয়ার জন্য ‘স্বাগত’।
সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময়, অধীর চৌধুরী অভিযোগ করেছিলেন যে বিজেপি বরুণ গান্ধীকে নির্বাচনী প্রতিযোগিতা থেকে বাদ দেওয়ার কারণ হল গান্ধী পরিবারে থাকা তাঁর পারিবারিক শিকড়।অধীর চৌধুরী বলেন, ‘তাঁর (বরুণ গান্ধী) কংগ্রেসে যোগ দেওয়া উচিত। তিনি যোগ দিলে আমরা খুশি হব। তিনি একজন বড় নেতা, এবং একজন সুশিক্ষিত রাজনীতিবিদ। তাঁর ভাবমূর্তি স্বচ্ছতা প্রকাশ করে, এবং গান্ধী পরিবারের সঙ্গে তাঁর সম্পর্ক রয়েছে। এই কারণেই বিজেপি তাঁকে টিকিট দেয়নি। আমরা চাই বরুণ গান্ধী এখন কংগ্রেসে যোগ দিন’।বিজেপি রবিবার (২৪ মার্চ) লোকসভা প্রার্থীদের পঞ্চম তালিকা প্রকাশ করেছে এবং উত্তরপ্রদেশের পিলিভিত আসন থেকে বর্তমান সাংসদ বরুণ গান্ধীকে বাদ দিয়েছে। তবে সুলতানপুর আসন থেকে তার মা মানেকা গান্ধীকে ফের টিকিট দিয়েছে তাঁরা।প্রাক্তন কংগ্রেস নেতা, জিতিন প্রসাদা, যিনি ২০২১ সালে বিজেপিতে যোগ দেন। বরুণ গান্ধীর জায়গায় পিলিভিট থেকে তিনি বিজেপি-র প্রার্থী হয়েছেন।