কিংশুক প্রামাণিক: দিন দশেক আগে নিজের বাড়িতে পড়ে গিয়ে কপালে চোট পেয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তার পর থেকে চিকিৎসকদের পরামর্শে বিশ্রামে ছিলেন। মাঝে অবশ্য মাথায় ব্যান্ডেজ নিয়েই নবান্নে গিয়ে প্রয়োজনীয় সরকারি কাজ সারেন। লোকসভা ভোটের (2024 Lok Sabha Election) মুখে হেভিওয়েট প্রচারে মমতা বন্দ্যোপাধ্যায়ের থাকা নিয়ে সংশয় তৈরি হয়েছিল।কিন্তু এবার তিনি খানিকটা সুস্থ হয়ে নামছেন প্রচারে। সূত্রের খবর, ৩১ মার্চ, রবিবার মমতা বন্দ্যোপাধ্য়ায় যাচ্ছেন কৃষ্ণনগরে (Krishnanagar)। ধুবুলিয়ার মাঠ থেকে সেখানকার দলীয় প্রার্থী তথা বহিষ্কৃত সাংসদ মহুয়া মৈত্রের প্রচারে সভা করবেন তৃণমূল সুপ্রিমো।
লোকসভা ভোটে বাংলার বিয়াল্লিশে ৪২ আসনে জেতাকে পাখির চোখ করেছে শাসকদল তৃণমূল। এমনিতেই বিভিন্ন নির্বাচনে বিভিন্ন কেন্দ্রে হাইভোল্টেজ প্রচারে নিজেই যান মমতা বন্দ্যোপাধ্যায়। এবারের ভোটে বাংলা থেকে বিজেপিকে রুখে দিতে তৎপর হয়েছে তৃণমূল। আর তাই প্রচারে আরও জোর দেওয়া হচ্ছে। গত ১৬ মার্চ ভোট ঘোষণার পর মমতা বন্দ্য়োপাধ্যায় কলকাতার বাইরে কোথাও প্রচারে যেতে পারেননি। তার আগেই তিনি আহত হন। কিন্তু এবার সুস্থ হয়ে ফের পুরোদমে প্রচারে নামতে চলেছেন। মার্চের শেষ দিন, কৃষ্ণনগরে তাঁর পছন্দের প্রার্থী মহুয়া মৈত্রের (Mahua Moitra) সমর্থনে ধুবুলিয়ায় সভা করবেন বলে খবর।
আসলে চব্বিশের লোকসভা ভোটে মমতা বন্দ্যোপাধ্যায়েরের কৃষ্ণনগর থেকে প্রচারে শুরুর ভিন্ন মাত্রায় তাৎপর্যপূর্ণ। এবারের ভোটে বাংলার শাসকদল ইস্যু করেছে সংশোধিত নাগরিকত্ব আইন কার্যকর হওয়ার বিষয়টিকে। CAA-র বিরুদ্ধে লাগাতার প্রচার শুরু হয়েছে বিশেষত মতুয়া অধ্যুষিত এলাকাগুলিতে। নদিয়া জেলার কৃষ্ণনগরও মতুয়া গড়। তার উপর এখানকার মহিলা প্রার্থী সংসদে একসময়ে বিজেপি বিরোধী সুর চড়ানো মহুয়া মৈত্র। যিনি নিজগুণেই মুখ্যমন্ত্রীর স্নেহধন্যা। টাকার বিনিময়ে সংসদে আদানি বিরোধী প্রশ্ন তোলার অভিযোগে সম্প্রতি তাঁর সাংসদ পদ খারিজ করে দেওয়া হয়েছে। যাকে তৃণমূল রাজনৈতিক প্রতিহিংসামূলক কাজ বলেই মনে করছে। সেই ইস্যুও তুলে ধরা হবে কৃষ্ণনগরের প্রচারে। ফলে তৃণমূল নিজস্ব ইস্য়ুকে জনতার মাঝে নিয়ে যাওয়ার আদর্শ জমি এই কৃষ্ণনগর।