• জাহাজের ধাক্কা, হুড়মুড়িয়ে ভেঙে পড়ল আমেরিকার বিখ্যাত ব্রিজ! দেখুন হাড়হিম ভিডিয়ো
    এই সময় | ২৬ মার্চ ২০২৪
  • ভেঙে পড়ল মার্কিন যুক্তরাষ্ট্রের বিখ্যাত বালটিমোর ব্রিজ। যা ফ্রান্সিস স্কট ব্রিজ নামেও পরিচিত। স্থানীয় সময় রাত দেড়টা নাগাদ আমেরিকার বালটিমোরে মেরিল্যান্ড অঞ্চলে ফ্রান্সিস স্কট ব্রিজে ধাক্কা লাগে একটি পণ্যবাহী জাহাজের। এর জেরে হুড়মুড়িয়ে ভেঙে পড়ে আমেরিকার এই ব্রিজটি। ঘটনার একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে, যা নিয়ে হইচই পড়ে গিয়েছে। ভাইরাল ভিডিয়ো দেখে শিউরে উঠছেন নেটিজেনরা।সূত্রে খবর, ব্রিজটি ভেঙে পড়ার সময়ে তার উপর দিয়ে একাধিক গাড়ি যাচ্ছিল। একাধিক মানুষ জলে ভেসে গিয়েছেন। একাধিক আহত হয়েছেন বলেও মনে করা হচ্ছে। যদিও এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর সামনে আসেনি। প্রায় শতাধিক মানুষের প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে।

    ইতিমধ্যেই উদ্ধারকাজ শুরু হয়েছে। পুলিশ জানিয়েছে, ব্রিজের দু'দিকের ট্রাফিক অনির্দিষ্ট সময়ের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে।

    প্রসঙ্গত, প্যাটাপসকো নদীর উপর নির্মিত এই বালটিমোর সেতু ১.৬ মাইল দীর্ঘ। বালটিমোর বন্দরের বাইরের ক্রসিং এবং ইন্টারস্টেট-৬৯৫ রোড বা বালটিমোর বেল্টওয়ের সংযোগ স্থাপন করে এই ব্রিজটি। তাই এই ব্রিজের একটা বড় অংশ ভেঙে পড়ায় স্বাভাবিকভাবে সমস্যায় পড়েছেন একাধিক মানুষ। শুধু ব্রিজ বন্ধ নয়, নদীতেও সমস্ত জাহাজ, স্টিমার এবং নৌকার পথ ঘুরিয়ে দেওয়া হয়েছে।

    পাশ কাটানোর সময় হঠাৎই বালটিমোর ব্রিজে ধাক্কা মারে পণ্যবাহী জাহাজটি। সিসিটিভি ক্যামেরায় গোটা ঘটনা ধরা পড়েছে। ফুটেজে ধরা পড়েছে, তাতে দেখা গিয়েছে, একটি মালবাহী জাহাজ নদীপথ ধরে এগিয়ে আসছিল। সেতু গলে এগনোর সময় খানিকটা বাঁ দিক ঘেঁষে এগিয়ে যায় জাহাজটি। তারপরই সেটি বিখ্যাত ব্রিজের একটি স্তম্ভে ধাক্কা মারে সজোরে। কয়েক মুহূর্তের মধ্যে জাহাজটির উপরই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে আস্ত সেতুটি। উপর দিয়ে সে সময় যত গাড়ি যাচ্ছি, সবকটি জলে পড়ে যায়। দৃশ্যে সেগুলিকে রীতিমতো খেলনা গাড়ির মতো মনে হয়েছে। সেতুর মাঝের পুরো অংশ, যা নদীর উপর দাঁড়িয়ে ছিল, তার গোটাটাই প্রায় ভেঙে পড়েছে। সেতুটি ভেঙে পড়ার পর আগুন এবং ধোঁয়ার কুণ্ডলিও দেখা গিয়েছে। ফলে জাহাজের উপর সেতুটি পড়ায় বিস্ফোরণ ঘটেছে বলে মনে করা হচ্ছে। বালটিমোর দমকল বিভাগের তরফে ইতিমধ্যেই উদ্ধারকার্য শুরু হয়েছে। বালটিমোর পুলিশের মুখপাত্র জানিয়েছেন, বহু মানুষ এবং একাধিক গাড়ি জলে পড়ে গিয়েছে।স্থানীয় সময় রাত ১টা বেজে ৩৫ মিনিটে দুর্ঘটনাটি ঘটে। তাই গাড়ির সংখ্যা তুলনামূলক ভাবে কিছুটা কম ছিল।

    ১৯৭৭ সালে ফ্রান্সিস স্কট কি ব্রিজের উদ্বোধন হয়। বছরভর ওই সেতুর উপর দিয়ে ১ কোটির বেশি গাড়ি যাতায়াত করে। আমেরিকার শিল্পশহর বালটিমোরের যোগাযোগ ব্যবস্থার অন্যতম মাধ্যম এই সেতু ভেঙে পড়ায় উদ্বিগ্ন স্থানীয়রা।
  • Link to this news (এই সময়)